Advertisement
Advertisement

Breaking News

Deepika Padukone

সমুদ্রের জলে হৃতিকের সঙ্গে ‘বেশরম’ দীপিকা! বউয়ের কীর্তি রণবীর জানেন? নেটপাড়ায় চর্চা

'ফাইটার' ছবির নতুন গানে আগুন যেন ছড়িয়ে পড়ল সিনেপর্দায়!

সমুদ্রে জলে হৃতিকের সঙ্গে জলকেলি দীপিকার। দীপিকার বিকিনি জড়ানো ভেজা শরীর, হৃতিকের পেশিবহুল বুকের উপর! 'ফাইটার' ছবির নতুন গানে আগুন যেন ছড়িয়ে পড়ল সিনেপর্দায়!

দীপিকা-হৃতিকের গান ভাইরাল। দীপিকার বিকিনি অবতারও ভাইরাল। দীপিকার চাবুক শরীর দেখে অনুরাগীরা ফের মাতাল হলেন।

কিন্তু গপ্পোটা অন্য জায়গায়। নিন্দুকরা বলছেন, ইদানিং দীপিকা অভিনয় কম, শরীর দেখাচ্ছেন বেশি।

'ফাইটার' ছবির গান দেখে নেটিজেনরা প্রসঙ্গ টানলেন 'পাঠান' ছবির 'বেশরম' গানের। যেখানে দীপিকার গেরুয়া বিকিনি নিয়ে ঝড় উঠেছিল। এমনকী, দীপিকার বিরুদ্ধে সরব হয়েছিল গেরুয়া শিবিরও।

তবে এবার গেরুয়া নয়, কালো রঙের বিকিনিতেই ঝড় তুললেন দীপিকা।

এবারও দীপিকাকে নিয়ে কটাক্ষ। হৃতিকের সঙ্গে এত খোলামেলা হওয়ার কারণে নেটিজেনরা স্পষ্ট বললেন, রণবীর সিং যেন দীপিকাকে একটু চোখে চোখে রাখেন।

এমনিতেই 'কফি উইথ করণে' এসে রণবীরের সঙ্গে প্রেম, সম্পর্ক নিয়ে বেফাঁস কথা বলে ফেলেন দীপিকা। তার পর দীপিকাকে শুনতে হয়েছে নানা কথা। সেই প্রসঙ্গও টানতে ভোলেননি নেটিজেনদের একাংশ। ছবি- ইনস্টাগ্রাম