Advertisement
Advertisement
Disha Patani

নিখুঁত শরীর বেয়ে চুঁইয়ে পড়ছে গ্ল্যামার, বিকিনি বেবিকে দেখে ‘দিশা’হীন নেটপাড়া

দিশা পাটানির এই ছবি নিয়ে শোরগোল! দেখেছেন?

সিনেমা হিট হোক না হোক, সোশালে সুপারহিট দিশা পাটানি (Disha Patani)।

অভিনেত্রীর রূপের এই আগুনেই দিশাহীন নেটদুনিয়া। ‘এম এস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’র মাধ্যমে বলিউডে পরিচিতি পান দিশা।

তারপর টাইগার শ্রফের সঙ্গে ‘বাগী’, সলমন খানের সঙ্গে ‘রাধে’ সিনেমায় অভিনয় করে নজর কাড়েন।

বর্তমানে তাঁর হাতে বলিউজডের সেরকম প্রজেক্ট না থাকলেও সবসময়েই চর্চায় দিশা পাটানি।

তাঁর শরীরী খাঁজে ভক্তদের ঘুম ওড়ে। কখনও সুইমস্যুট পরে পুলে, আবার কখনও বা বিকিনি পরে সমুদ্র সৈকতে উষ্ণতা ছড়াতে দেখা যাচ্ছে দিশা পাটানিকে।

এবার প্রাক্তন টাইগার শ্রফের বোনের সঙ্গে ক্রিসমাস পার্টিতে দেখা গেল দিসা পাটানিকে।

সম্প্রতি মৌনী রায়ের সঙ্গে থাইল্যান্ডে বেড়াতে গিয়েছিলেন। আদ্য়োপান্ত গার্ল ট্রিপে বলিউডের দুই অভিনেত্রী যে চুটিয়ে মজা করছেন, তা বলাই বাহুল্য।