Advertisement
Advertisement

Breaking News

Disha Patani

জলের স্রোতে বেসামাল বিকিনি! কী করলেন দিশা পাটানি? দেখুন ছবি

বহেমিয়ান মেজাজে জলকেলি নায়িকার।

বহেমিয়ান মেজাজ দিশা পাটানির। সময়, সুযোগ পেলেই তল্পিতল্পা গুটিয়ে বেরিয়ে পড়েন। কখনও বন্ধুরা সঙ্গে থাকেন, কখনও আবার একাই বেড়াতে যান।

এবার নাকি থাইল্যান্ডে সময় কাটাচ্ছেন বলিউড সুন্দরী। সেখান থেকেই শেয়ার করেছেন এই জলকেলির ছবি। পড়ন্ত বেলায় অভিনেত্রীর রূপ যেন ঠিকরে পড়ছে।

একটি ছবিতে আবার জলের স্রোতে বেসামাল বিকিনি সামলাতে ব্যস্ত ছিলেন দিশা। সেই মুহূর্তেই হয়েছেন ক্যামেরাবন্দি। ছবি কে তুলেছেন? তা অভিনেত্রীই বলতে পারবেন।

‘এম এস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’র মাধ্যমে বলিউডে পরিচিতি পান দিশা। তারপর টাইগার শ্রফের সঙ্গে ‘বাগী’, সলমন খানের সঙ্গে ‘রাধে’ সিনেমায় অভিনয় করে নজর কাড়েন।

আগামীতে অভিনেত্রীর ঝুলিতে রয়েছে প্রভাসের 'Kalki 2898 AD', দক্ষিণী তারকা সূর্যর 'কাঙ্গুবা' আর বলিউডের 'ওয়েলকাম' সিরিজের নতুন ছবি 'ওয়েলকাম টু দ্য জঙ্গল'।

বলিউডে বহু দিন ধরেই টাইগার শ্রফ ও দিশা পাটানির প্রেমের গুঞ্জন শোনা যায়। মাঝে দুজনের ব্রেকআপের জল্পনা ছিল তুঙ্গে। তবে এখন নাকি আবার কাছাকাছি এসেছেন দুই তারকা। ছবি: ইনস্টাগ্রাম।