Advertisement
Advertisement

ফিকে উৎসবের রং, অটুট বাঙালির ঐতিহ্য, দেখুন মহালয়ায় তর্পণ ও কুমোরটুলির নানা ছবি

করোনা কালে মায়ের মুখেও মাস্ক।

কোভিডবিধি মেনেই মহালয়ায় কলকাতার গঙ্গার বিভিন্ন ঘাটে তর্পণ সারলেন হাজারো মানুষ। ছবি: পিন্টু প্রধান

ভিড় নিয়ন্ত্রণের জন্য মোতায়েন পর্যাপ্ত পুলিশ। সংক্রমণের ভয়কে উপেক্ষা করেই পূর্বপুরুষদের শ্রদ্ধা জানালেন হিন্দু ধর্মাবলম্বীরা। ছবি: পিন্টু প্রধান

করোনা কালে মহালয়াতেও যেন অচেনা কুমোরটুলি। অন্যান্যবারের মতো ভিড় নেই। মায়ের মুখে লাগছে মাস্ক। ছবি: অমিত ঘোষ

করোনা পরিস্থিতিতে আড়ম্বরে কাটছাঁট। তাই অর্ডারও মেলেনি সেভাবে। তাও বিগত বছরগুলির মতো কুমোরটুলি থেকে কিছু প্রতিমা বিদেশেও পাড়ি দিচ্ছে। ছবি: পিন্টু প্রধান

মহালয়ায় একদিকে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের গলায় সেই মহিষাসুরমর্দিনী, অন্যদিকে গঙ্গার ঘাটে তর্পণ। করোনা পুরোপুরি কেড়ে নিতে পারেনি বাঙালির ঐতিহ্যের উৎসবকে। ছবি: পিন্টু প্রধান

মহালয়াতেই এবার হচ্ছে বিশ্বকর্মা পুজো। সংবাদ প্রতিদিন-এর অফিসে রীতি মনেই হল পুজোপাঠ।

মহালয়াতেই মায়ের চক্ষুদান। অতিমারীতে উৎসবের রং ফিকে হলেও মল মাস কাটলেই পুজোর আনন্দে মেতে উঠবে বাঙালি। করোনাসুরকে বধ করবেন মা দুর্গা। এমনটাই আশা। ছবি: অমিত ঘোষ

নিউ নর্মালের মহালয়ায় কুমোরটুলির ছবিটা ছিল এরকম। ছবি: পিন্টু প্রধান