Advertisement
Advertisement
Durga Puja 2024

অষ্টমীর সাজ হোক শুভ্র স্নিগ্ধ, কীভাবে সাজবেন? নায়িকাদের থেকে নিন টিপস

কীভাবে স্টাইলিং করবেন? জেনে নিন।

অষ্টমীর সকালের সাজ মানেই চিরাচরিতভাবে বাঙালির কাছে শ্বেতশুভ্র রূপ। লাল পাড় সাদা শাড়ি কিংবা দক্ষিণী স্টাইলের সুতির শাড়ি। কীভাবে স্টাইলিং করবেন? টিপস নিন।

লাল পাড় সাদা শাড়িটা না হয় এবার দশমীর সিঁদুর খেলার জন্যই তুলে রাখুন। এবারের অষ্টমীর সকালে লুকে আনতে পারেন বরং দক্ষিণী ছোঁয়া।

সাদা শাড়ি গোল্ডেন বর্ডার কিংবা সোনালি রঙের প্রিন্টের মধ্যেও সুতি বা হ্যান্ডলুম শাড়ি পাওয়া যায়। তার সঙ্গে যে কোনও একরঙের ব্লাউজ পরুন।

কানে থাকুক মানানসই গোল্ডেন ঝুমকো। কিংবা বাজারচলতি দক্ষিণী সেটগুলোও বেছে নিতে পারেন এক্ষেত্রে।

মেকআপ থাকুক মিনিম্যাল। সকালের সাজে খুব একটা ভারী মেকআপ মানাবে না। সাদা শাড়ির সঙ্গে ভারী সোনার গয়না বা সিটিগ্লোডের লম্বা চেইন। পরতে পারেন।

হাতেও থাকুক গোল্ডেন বালাজোড়া। পুজো প্যান্ডেলে রংবাহারির ভিড়ে আপনার থেকে চোখ ফেরানো দায় হবে। কথা দিলাম! (ছবি- ইনস্টাগ্রাম)