Advertisement
Advertisement
Swastika Vikram

‘দুর্গাপুর জংশন’-এ কী করছেন স্বস্তিকা-বিক্রম? ঘণীভূত রহস্য

নতুন কাণ্ড ঘটাতে চলেছেন দুই তারকা।

'দুর্গাপুর জংশন'-এ স্বস্তিকা মুখোপাধ্যায় ও বিক্রম চট্টোপাধ্যায়। কিন্তু কেন? কারণ এটিই দুই তারকার নতুন সিনেমার নাম।

অরিন্দম ভট্টাচার্যর পরিচালনায় নতুন এই ছবিতে অভিনয় করেছেন স্বস্তিকা ও বিক্রম। গত ৯ ডিসেম্বর ছবির শুটিং শেষ হয়েছে।

শিল্পশহর দুর্গাপুরের কিছু রহস্যজনক ঘটনা ঘটে, হয় একের পর এক খুন। এই খুনের কিনারা করতে মরিয়া এক সাংবাদিক।

এই কাজে সাংবাদিককে সাহায্য করে এক সাহসী পুলিশ অফিসার। তাঁরা কী পারবে খুনিকে খুঁজে বের করতে?

নতুন বছরের মার্চ কিংবা এপ্রিল মাসে মুক্তি পেতে পারে 'দুর্গাপুর জংশন'। বিক্রম-স্বস্তিকা ছাড়াও ছবিতে রয়েছেন একাবলী খান্না, রাজদীপ সরকার, প্রদীপ ধর।