Advertisement
Advertisement

Breaking News

Emmy Awards 2024

Emmy Awards 2024: লস অ্যাঞ্জেলসে জমজমাট এমি সন্ধ্যা, দেখে নিন কারা নজর কাড়লেন ?

টেলিভিশনের দুনিয়ায় সবচেয়ে বড় অ্যাওয়ার্ড শো এমি।

টেলিভিশনের দুনিয়ায় সবচেয়ে বড় অ্যাওয়ার্ড শো এমি। এবারের এমি পুরস্কার সন্ধ্য়ায় সঞ্চালক হিসেবে দেখা গেল বীর দাসকে। এমির মঞ্চে নিজের ছন্দেই নজর কাড়লেন বীর।

এমিকে টেলি দুনিয়ার অস্কারও বলা যেতে পারে। লস অ্যাঞ্জেলেসে ২০২৪-এর এমি পুরস্কার ঘোষণা হয়ে গেল তারকাখচিত আসরে।

এমির মঞ্চে জয়জয়কার শোগুনের। সামন্ততান্ত্রিক জাপানে যুদ্ধরত রাজবংশের গল্প বলে শোগুন। সব মিলিয়ে রেকর্ড ১৮টা পুরস্কার জিত শোগুন, যা এমির ইতিহাসে আগে ঘটেনি।

এমি পুরুস্কারের রেড কার্পেটে দেখা গেল হলিউড অভিনেত্রী মেরিল স্ট্রিপকে।

২৫টি মনোনয়ন পেয়ে সর্বোচ্চ ১৮টি পুরস্কার জিতে নিয়েছে শোগুন। তা ছাড়াও গুরুত্বপূর্ণ চারটি পুরস্কার জিতেছে ‘দ্য বিয়ার’ ও ‘বেবি রেইন্ডার’

রেড কার্পেটে নজর কাড়লেন টেলি তারকারা। তাক লাগানো পোশাকে যেন রেড কার্পেটে হয়ে গেল ফ্যাশন শো।

শিটস ক্রিক তারকা ইউজিন লেভি এবং ড্যান লেভি এবারের অনুষ্ঠানটি হোস্ট করছেন।