বরাবরই সাহসী এষা গুপ্তা (Esha Gupta)। ক্যামেরার সামনে হোক কিংবা পিছনে, কায়া নিয়ে তাঁর কোনও দিনই অসুবিধে ছিল না। নেইও।
একাধিকবার টপলেস ফটোশুটে দেখা গিয়েছে এষাকে। ট্রোলডও হয়েছেন বহুবার। সিনেমার পর্দায় সেরকম একটা দেখা মেলে না তাঁর ঠিকই! তবে, সোশাল মিডিয়ায় বেশ সক্রিয় তিনি।
নেটপাড়ায় নানা সময়ে বোল্ড মেজাজে ধরা দিয়েছেন এষা গুপ্তা। অভিনেত্রীর এমন বোল্ড অবতারে দেখে কেউ করেছেন সমালোচনা, কেউ আবার অভিনেত্রীর আগুনে রূপে আচ্ছন্ন হয়েছেন।
২০১২ সালে 'জন্নত ২' সিনেমার মাধ্যমে বলিউডে যাত্রা শুরু করেছিলেন এষা গুপ্তা। হয়েছিলেন ইমরান হাসমির নায়িকা। প্রথম ছবিতেই বড়পর্দায় আগুন ধরিয়েছিলেন এষা। সেই ধারা সোশ্যাল মিডিয়ায় অব্যাহত রেখেছেন।
২০১৯ সালে টাইমসের সেরা পঞ্চাশ লাস্যময়ীর নারীর তালিকায় ঠাঁই পেয়েছিলেন এষা।
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.