২৯ নভেম্বর বুধবার মণিপুরী ভূমিকন্যা তথা বলিউড অভিনেত্রী লিন লাইশরামের সঙ্গে ইম্ফলে গাঁটছড়া বাঁধলেন রণদীপ হুডা। বলিউডের অন্যতম হ্যান্ডসাম অভিনেতার 'ব্যাচেলর' তকমা ঘুচল। শুভেচ্ছার জোয়ার বলিপাড়ায়।
একেবারে সাবেকি মণিপুরী বরবেশে দেখা গেল রণদীপ হুডাকে। কনে লিন লাইশরামও তাক লাগালেন কনে বেশে। মহাভারতের থিমেই সেজে উঠেছিল বিবাহ আসর।
মণিপুরের সঙ্গে মহাভারতের যে যোগসূত্র রয়েছে, তা মাথায় রেখেই এমন থিম ভাবা হয়েছে। মহাভারতের অন্যতম প্রধান চরিত্র অর্জুন। পঞ্চপাণ্ডবদের তৃতীয় পাণ্ডব। যাঁকে মন দিয়েছিলেন মণিপুরের রাজকন্যা চিত্রাঙ্গদা। অর্জুন-চিত্রাঙ্গদার বিয়ের ভাবনাতেই বিয়ের সাজপোশাক রেখেছেন রণদীপ ও লিন।
পরনে সাদা ধুতি-পাঞ্জাবি। সাদা উত্তরীয়। মাথায় মণিপুরী স্টাইলের পাগড়ি, যাকে আঞ্চলিক ভাষায় ‘কোকিয়েত’ বলা হয়। আর কপালে রসকলির চিহ্ন। বলিপাড়ার আর পাঁচজন কনের মতো জনপ্রিয় ফ্যাশন ডিজাইনারের পোশাক নয়, বরং সাবেকি মণিপুরী কনে সাজেই দেখা গেল লিন লাইশরমকে।
বুধবার রাতেই সোশাল মিডিয়ায় বিয়ের একাধিক ছবি শেয়ার করেন রণদীপ হুডা ও লিন লাইশরম।
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.