টেস্ট থেকে অবসর নিলেন বিরাট কোহলি। বর্ডার গাভাসকর ট্রফিই তাঁর কেরিয়ারের শেষ টেস্ট সিরিজ। অজিভূমে করেছিলেন মাত্র ১৯০ রান। পারথে একটি সেঞ্চুরি ছাড়া বলার মতো পারফরম্যান্স নয়। তবে কোহলি ছাড়াও আরও অনেক ভারতীয় ক্রিকেট তারকাই বর্ডার গাভাসকর ট্রফির ব্যর্থতার পর লাল বলের ক্রিকেট থেকে অবসর নেন।
দিন কয়েক আগে টেস্টকে বিদায় জানিয়েছেন রোহিত শর্মাও। অজি সফরের প্রথম টেস্ট খেলেননি। শেষ টেস্টে নিজেই সরে দাঁড়িয়েছিলেন। বাকি তিন টেস্টে রান মাত্র ৩১। সর্বোচ্চ ১০।
২০২৪-র বর্ডার গাভাসকর ট্রফির মাঝপথেই টেস্টকে বিদায় জানিয়েছিলেন অশ্বিন। অ্যাডিলেডে একটি টেস্টই খেলেছিলেন। পেয়েছিলেন মাত্র একটি উইকেট।
মহেন্দ্র সিং ধোনিও ২০১৪-র বর্ডার গাভাসকর ট্রফির পরই টেস্ট অবসর জানিয়েছিলেন। ৩ ম্যাচে করেছিলেন মাত্র ১০২ রান। গড় ছিল ২০.৪০। তখন টিম ইন্ডিয়ার অধিনায়কও ছিলেন তিনি।
সেরা ফর্মে থাকাকালীন টেস্টকে বিদায় জানান সৌরভ গঙ্গোপাধ্যায়। সেটাও বর্ডার গাভাসকর ট্রফির পরই। ২০০৮ সালে ভারতের মাটিতে সিরিজে তিনি ৪ টেস্টে করেছিলেন ৩২৪ রান। গড় ৫৪।
ওই সিরিজের মাঝপথেই অনিল কুম্বলেও বিদায় নেন টেস্ট থেকে। ২ ম্যাচে পেয়েছিলেন মাত্র ৩টি উইকেট। তবে চোটও তাঁর অবসরের অন্যতম কারণ ছিল।
বর্ডার গাভাসকর ট্রফির পর অবসর নেন রাহুল দ্রাবিড়। সেটা ২০১২ সাল। সেই সিরিজের ৪ ম্যাচে করেছিলেন ১৯৪ রান। গড় ছিল ২৪.২৫।
ওই সিরিজের পর টেস্ট ক্রিকেটকে বিদায় জানান ভিভিএস লক্ষ্মণ। সেই সিরিজে ৪ ম্যাচে করেছিলেন ১৫৫ রান।
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.