মা...। ছোট্ট একটি শব্দের তাৎপর্য অনেক বড়। সেই জন্মদাত্রীদেরই বিশেষ দিন মাতৃদিবস। যদিও মাতৃদিবস রোজই। একটিমাত্র দিনে তাকে বেঁধে দেওয়া মনে হয় সম্ভব নয়।
চলতি বছর বি টাউনের অনেকেই মা হয়েছেন। মাতৃদিবসের আগে দেখে নেওয়া যাক নতুন সন্তানকে স্বাগত জানিয়েছেন কোন তারকারা।
বরুণ ধাওয়ান ও তাঁর স্ত্রী নাতাশার গাঁটছড়া বাঁধেন ২০২১ সালে। তার বছর তিনেক পর সংসারে আসে প্রথম সন্তান। গত বছর জুনে কন্য়াসন্তানের জন্ম দেন নাতাশা।
গত বছরের জুলাইতে মা হন আলি ফজল ঘরনি তথা অভিনেত্রী রিচা চাড্ডা। মেয়ে জুনেইরা ইদা ফজলের জন্ম দেন। দিনকয়েক কাজ থেকে বিরতি নিয়েছিলেন রিচা। তবে এবার একটি ছবির কাজ শুরু করতে চলেছেন বলেই শোনা গিয়েছে।
গত বছরের ৮ সেপ্টেম্বর মা হন দীপিকা পাড়ুকোন। কোল আলো করে আসে সন্তান দুয়া। ছোট্ট সন্তান যেন তাঁর জীবন বদলে দেয়। সম্প্রতি এক সাক্ষাৎকারে মাতৃত্ব নিয়ে নানা অজানা কথা শেয়ার করেন অভিনেত্রী।
১১ অক্টোবর, ২০২৪। মাসাবা গুপ্তা এবং সত্যদীপ মিশ্রর সংসারে আসে প্রথম সন্তান। মাতৃত্ব উপভোগ করলেও, কাজে বিশেষ ফাঁকি দেননি অভিনেত্রী।
গত বছরের ডিসেম্বরে মা হন রাধিকা আপ্তে। মেয়ের জন্ম দেন। মেয়ে স্তন্যদুগ্ধ পান করানোর ফাঁকে ল্যাপটপে কাজের ছবি পোস্ট করে সুখবর দিয়েছিলেন অভিনেত্রী।
এবার মা হতে চলেছেন কিয়ারা আডবানি। অন্তঃসত্ত্বা হলেও কাজে ফাঁকি নয়। সম্প্রতি মেট গালার লাল গালিচায় ঝড় তোলেন কিয়ারা। কালো গাউনে স্পষ্ট বেবি বাম্প নিয়ে নজর কাড়েন হবু মা। আপাতত মাতৃত্ব চেটেপুটে উপভোগ করছেন অভিনেত্রী।
চলতি বছরের ১১ মে ক্রিকেটার কে এল রাহুল ও অভিনেত্রী আথিয়া শেট্টির জীবনে আসে প্রথম সন্তান। আপাতত ইভারার দেখভালে ব্যস্ত মা। রাহুল বইপত্র ঘেঁটে নাম বাছাই করেন।
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.