বছর দুয়েক ধরেই টলিউড সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের মেয়ে প্রেরণা চট্টোপাধ্যায়কে নিয়ে চর্চা। অভিনেতার দ্বিতীয়পক্ষের সন্তান প্রেরণা।
যদিও সুপারস্টার বাবার সঙ্গে মেয়ের কোনও সম্পর্কই নেই। বিদেশে মা অপর্ণা গুহঠাকুরতার সঙ্গে থাকেন প্রেরণা। নিজের মতো করেই জীবন যাপন করেন তিনি। তবে প্রসেনজিতের সঙ্গে যোগাযোগ না থাকলেও প্রেরণা কিন্তু পিসি পল্লবীর বড় আদুরে।
এর আগে ভাইঝি প্রেরণার সঙ্গে ফুচকা খাওয়ার ছবি শেয়ার করে বউদি অপর্ণাকে ট্যাগ করেছিলেন পল্লবী। সেখান থেকেই বুম্বাকন্যার ছবি দেখে শোরগোল পড়ে যায়। নায়িকার থেকে কোনও অংশে কম নন তিনি।
সাজপোশাক হোক বা ব্যক্তিত্ব, গ্ল্যামারদুনিয়া থেকে শতহস্ত দূরে থাকলেও প্রেরণা চট্টোপাধ্যায়ের মধ্যে পুরোদস্তুর হিরোইন হওয়ার সম্ভাবনা রয়েছে। এবার তাঁর সোশাল মিডিয়াতেই এক ছবি দেখে নেটপাড়া সরগরম!
প্রেরণার শেয়ার করা ছবিতে দেখা গিয়েছে, এক বিদেশী যুবার সঙ্গে ঘনিষ্ঠ তিনি। সমুদ্র সৈকতে প্রসেনজিৎকন্যার ভেজা শরীর কাছে টেনে নিয়ে গালে আদুরে চুম্বন করছেন। সেখান থেকেই জল্পনার সূত্রপাত, তাহলে কি প্রেমে পড়েছেন প্রেরণা চট্টোপাধ্যায়? ধারাবাহিক ছবি তো সেদিকেই ইঙ্গিত করছে।
উপরন্তু জল্পনাযজ্ঞে ঘৃতাহূতির মতো কাজ করল পিসি পল্লবী চট্টোপাধ্যায়ের মন্তব্য। প্রেমিকের সঙ্গে ভাইঝি প্রেরণার ছবি দেখে অভিনেত্রী লিখেছেন, 'কী মিষ্টি।' পিসি কি তাহলে প্রেরণার প্রেমের জল্পনায় সিলমোহর দিলেন? নেটপাড়ায় কৌতূহল তুঙ্গে। (ছবি- ইনস্টাগ্রাম)
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.