দুর্গতি মোচনের অঙ্গীকার নিয়ে দেবী দুর্গার রূপে ডোনা গঙ্গোপাধ্যায়। 'দীক্ষা মঞ্জরী'র প্রায় পাঁচশো নৃত্যশিল্পীকে সঙ্গে নিয়ে রবীন্দ্রসদন প্রেক্ষাগৃহে পরিবেশন করলেন 'দুর্গা দুর্গতিনাশিনী'।
প্রতিবছরই মহালয়ার আগে একটি বড় অনুষ্ঠানের আয়োজন করা হয় ডোনা গঙ্গোপাধ্যায় ও তাঁর 'দীক্ষা মঞ্জরি'র পক্ষ থেকে। এবারেও তার অন্যথা হল না।
শুধুই বিনোদন নয়, ডোনা গঙ্গোপাধ্যায়ের এবারের 'দুর্গা দুর্গতিনাশিনী'তে প্রতিবাদ ও প্রার্থনাকেও প্রাধান্য দেওয়া হয়েছে। সেই সঙ্গে ছিল উত্তরণের কামনা।
শিল্পীদের শিল্পের মাধ্যমেই মুখরিত হয়েছে প্রতিবাদের ভাষা। যে ভাষায় প্রতিফলিত হয়েছে দুষ্টের দমন শিষ্টের পালনের বার্তা। বার্তা সমাজের সমস্ত অশুভ শক্তির বিনাশের।
কলকাতার পর এবার পালা বিদেশের। লন্ডনে ডোনা গঙ্গোপাধ্যায় ও তাঁর 'দীক্ষা মঞ্জরী'র বেশ কিছু অনুষ্ঠান রয়েছে বলেই খবর।
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.