প্রথম সিনেমা 'দম লাগাকে হাইসা'র জন্য প্রায় তিরিশ কেজি ওজন বাড়িয়েছিলেন। তারপরই এমন চাবুক ফিগারে চমকে দেন ভূমি পেড়নেকর।
ছ'বছর যশরাজ ফিল্মসে অ্যাসিস্ট্যান্ট কাস্টিং ডিরেক্টর হিসেবে কাজ করেন ভূমি। তারপর আয়ুষ্মানের বিপরীতে নায়িকা হওয়ার সুযোগ পান।
প্রথম ছবি হিট হওয়ার পর থেকে আর পিছনে ফিরে তাকাননি ভূমি। নিজের মতো করে বলিউডে পায়ের তলার মাটি শক্ত করেছেন।
হ্যাঁ, ডিভা হওয়ার ইঁদুর দৌড়ে কখনও ছিলেন না ভূমি। তাইতো 'বাধাই দো'র মতো সিনেমায় যেমন সমকামী চরিত্রে অভিনয় করেছেন, তেমনই 'ভিড়'-এর মতো সিনেমায় নজর কেড়েছেন।
আগামীতে 'থ্যাঙ্কিউ ফর কামিং' সিনেমায় দেখা যাবে অভিনেত্রীকে। পোস্টার দেখে মনে হচ্ছে, তার বিষয়বস্তুও বেশ বোল্ড হতে চলেছে।
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.