Advertisement
Advertisement

Breaking News

Kar Kache Koi Moner Katha

সমুদ্রে নেমে হইহই কাণ্ড ‘কার কাছে কই মনের কথা’ সিরিয়ালের পাঁচ কন্যার, দেখুন ছবি

কী কাণ্ডটাই না বাঁধিয়েছিলেন মানালি, স্নেহা, কুয়াশা, বাসবদত্তা, সৃজনী, শ্রীতমারা।

শুটিং করা আর সমুদ্র দেখা, দুইই করে ফেলল 'কার কাছে কই মনের কথা'র পাঁচ কন্যা।

সমুদ্রের জলে নেমে হইহই কাণ্ড বাঁধিয়েছিলেন মানালি, স্নেহা, কুয়াশা, বাসবদত্তা, সৃজনী, শ্রীতমারা।

ধারাবাহিকের কাহিনিতে শাশুড়ির অনুমতি নিয়েই ননদকে নিয়ে সমুদ্রে বেড়াতে যায় শিমূল।

সমুদ্র সৈকতেই সুচরিতার (বাসদত্তার চরিত্র) জন্মদিনের সেলিব্রেশন করে সবাই মিলে।

কিন্তু সেখানেই আবার সুচরিতার স্বামীর অপ্রিয় সত্য প্রকাশ্যে আসে।