Advertisement
Advertisement
Dua Lipa

শাহরুখের গান গেয়ে শিরোনামে, দেখুন পপস্টার ডুয়া লিপার বোল্ড মেজাজ

'বার্বি' সিনেমার মাধ্যমে ডুয়া লিপার অভিনয় সফর শুরু হয়।

ব্রিটিশ পপস্টার ডুয়া লিপার সারা বিশ্বে জনপ্রিয়তা। সাতটি ব্রিট অ্যাওয়ার্ডের পাশাপাশি তিনটি গ্র্যামি পুরস্কার রয়েছে তাঁর ঝুলিতে। তবে শনিবার থেকে শাহরুখ খানের কারণে খবরের শিরোনামে তারকা।

আসলে ডুয়ার গান ‘লেভিট্যাটিং’-এর সঙ্গে শাহরুখের ‘বাদশা’ সিনেমার ‘ওহ লড়কি’ গানটি মিশিয়ে ‘ম্যাশআপ’ তৈরি করা হয়েছিল। যা শনিবার মুম্বই কনসার্টে পারফর্ম করলেন আন্তর্জাতিক তারকা। তাতেই নেটদুনিয়ায় শোরগোল।

শাহরুখ-ডুয়া কিন্তু একে অন্যের পরিচিত। ২০১৯ সালে ভারতে সফরে এসে কিং খানের সঙ্গে দেখা করেছিলেন ব্রিটিশ পপস্টার। সেই সময় তাঁকে প্রশংসায় ভরিয়ে দিয়েছিলেন বলিউড 'বাদশা'।

আলবেনিয়ার বংশোদ্ভূত ডুয়া লিপা। তাঁর নামের অর্থ ভালোবাসা। একবার চ্যাট শোয়ে সঞ্চালক ভুল করেই তাঁকে 'ডুলা পিপ' বলেছিলেন। তার পর থেকে অনুরাগীরা তাঁকে এই নামে ডাকেন। এতে অবশ্য কোনও আপত্তি নেই তারকার।

লিভারপুলের ভক্ত ডুয়া লিপা। ২০১৯ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত আমেরিকান মডেল আনওয়ার হাদিদের সঙ্গে সম্পর্কে ছিলেন তিনি। তবে এখন ব্রিটিশ অভিনেতা ক্যালম টার্নারের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন।

২০২৩ সালে মুক্তি পাওয়া 'বার্বি' সিনেমার মাধ্যমে ডুয়া লিপার অভিনয় সফর শুরু হয়। ছবিতে মারমেড বার্বির চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। ছবি- ইনস্টাগ্রাম ও সংগৃহীত।