Advertisement
Advertisement
Adrija Roy

যৌবনের ছ্যাঁকা! সৈকতে রোদ গায়ে মেখে লাস্যময়ী সিরিয়ালের সুন্দরী, এক নজরে চেনা দায়

'বেদেনি মলুয়ার কথা' সিরিয়ালের মাধ্যমে বাংলা টেলিভিশনে নিজের সফর শুরু করেছিলেন ইনি।

বাংলা সিরিয়ালের মিষ্টি মেয়ে এখন 'ইমলি' হয়ে হিন্দি টেলিভিশনে দাপিয়ে বেড়াচ্ছে। আবার সমুদ্র সৈকতে গেলে এই মেয়েই লাস্যময়ী।

কে এই মেয়ে? এক নজরে চেনা দায়। ভালো করে দেখলেই বুঝতে পারবেন। এই তো 'পটলকুমার গানওয়ালা'র সইমা, আবার 'মৌ এর বাড়ি'র মৌ অর্থাৎ অদ্রিজা রায়।

'বেদেনি মলুয়ার কথা' সিরিয়ালের মাধ্যমে বাংলা টেলিভিশনে নিজের সফর শুরু করেছিলেন অদ্রিজা। এখন মন দিয়েছেন হিন্দি সিরিয়ালে।

সিরিয়ালের পাশাপাশি সিনেমাতেও অভিনয় করেছেন অদ্রিজা। 'পরিণীতা', 'গল্পের মায়াজাল' ছবিতে দেখা গিয়েছে তাঁকে।

২০২৩ সালে মুক্তি পায় 'ঘোষবাবুর রিটায়ারমেন্ট প্ল্যান' ওয়েব সিরিজ। তাতে নন্দিতার চরিত্রে দেখা যায় অদ্রিজাকে।

তবে সমুদ্রের কাছে গেলেই বিন্দাস অভিনেত্রী। সৈকতের রোদ গায়ে মেখে লাস্যময়ী অবতারে ক্যামেরার সামনে ধরা দেন নায়িকা। ছবি সৌজন্যে নায়িকার ইনস্টাগ্রাম প্রোফাইল।