অফশোল্ডার পেপলাম ড্রেসে মিমি চক্রবর্তী।
বোল্ড ফটোশুটে সোশাল মিডিয়া শোরগোল ফেলে দিলেন টলিউড নায়িকা।
ধূসর রঙের পেপলাম ড্রেসে মিমি যেন অনবদ্য।
ফটোশুটে লাইট, ক্য়ামেরা, অ্যাকশনের দুনিয়ার একঝলক তুলে ধরেছেন সাংসদ অভিনেত্রী।
আর মিমির এই ফটোশুটেই বন্ধু আবির চট্টোপাধ্যায়ের মন্তব্য, "৩ নম্বর ছবিটা..." এটুকু লিখেই হাততালি ইমোজি দিলেন অভিনেতা।
মিমি চক্রবর্তী স্বাধীনচেতা নারী। নিজের শর্তে বাঁচতে ভালবাসেন। সম্প্রতি টিবি রোগীদের জন্য বিশেষ উদ্যোগ নিয়েছিলেন অভিনেত্রী।
টলিপাড়ার ‘মোস্ট এলিজিবল’ বিবাহযোগ্যা যে বর্তমানে মিমি চক্রবর্তী, তাতে কোনও সন্দেহ নেই! আর তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে অনুরাগীদের কৌতূহলও অন্তহীন। তাই নায়িকার সোশাল মিডিয়াতেও নজর থাকে অনুরাগীদের। (ছবি- ইনস্টাগ্রাম)
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.