Advertisement
Advertisement
Monalisa

যৌবনের আগুনে ‘দুপুর ঠাকুরপো’দের ছ্যাঁকা ‘ঝুমা বউদি’ মোনালিসার

একাধিক ছবি সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন অভিনেত্রী।

রুপোলি আভায় উপচে পড়া যৌবন। তাতেই 'দুপুর ঠাকুরপো'দের ঘুম ওড়ালেন 'ঝুমা বউদি' মোনালিসা।

এই বাংলাতেই জন্ম মোনালিসার। জন্মের পর অভিনেত্রীর নাম রাখা হয়েছিল অন্তরা বিশ্বাস। পরে কেরিয়ারের জন্য পালটে রাখা হয় মোনালিসা।

বলিউডেই ডেবিউ হয়েছিল মোনালিসার। অজয় দেবগন, সুনীল শেট্টির 'ব্ল্যাকমেল' সিনেমায় দেখা গিয়েছিল অভিনেত্রীকে।

কিন্তু সময়ের সঙ্গে ভোজপুরী সিনেমার অপরিহার্য অঙ্গ হয়ে ওঠেন মোনালিসা।

'বিগ বস', 'নাচ বলিয়ে'-এর মতো রিয়ালিটি শোয়ের পাশাপাশি হিন্দি সিরিয়ালেও অভিনয় করেছেন বঙ্গতনয়া।

২০১৮ সালে হইচই 'দুপুর ঠাকুরপো' ওয়েব সিরিজে 'ঝুমা বউদি' হয়েছিলেন মোনালিসা। লাস্যময়ী অবতারে ছড়িয়েছিলেন উষ্ণতা।

'দুপুর ঠাকুরপো'র উষ্ণতার আঁচই অভিনেত্রীর এই নতুন ছবিতে পাওয়া গেল। যা দেখে মন্ত্রমুগ্ধ অনুরাগীরা। ছবি: ইনস্টাগ্রাম।