আইপিএলের সঞ্চালিকাদের তালিকায় আকর্ষণীয় নাম গ্রেস হেডেন। তাঁর আরও একটি পরিচয় আছে। তিনি প্রাক্তন অজি তারকা ম্যাথু হেডেনের মেয়ে। যিনি একসময় চেন্নাই সুপার কিংসে দাপটের সঙ্গে খেলেছেন।
এর আগে ২০২৩-র বিশ্বকাপে সঞ্চালনার দায়িত্বে ছিলেন। ভারতকে নিজের 'দ্বিতীয় বাড়ি' বলে মনে করেন গ্রেস। এছাড়া ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগেও সঞ্চালনা করেছেন।
চলতি আইপিএলের প্রথম দিকে ছিলেন না। তবে দ্বিতীয় পর্বে ভারতে আসেন। যন্ত্র কুকুর 'চম্পক'-এর সঙ্গে অজি সুন্দরী খেলার ভিডিও ভাইরাল হয়ে যায়। তবে ভারত-পাক সংঘাতের আবহে আইপিএল বন্ধ হয়ে যাওয়ায় কিছুটা বিপাকে পড়েন গ্রেস।
দিল্লি-পাঞ্জাব ম্যাচ মাঝপথে বাতিল হয়ে যায়। সেই ম্যাচে ধরমশালার স্টেডিয়ামেই উপস্থিত ছিলেন গ্রেস। আচমকা স্টেডিয়ামের আলো নিভে যাওয়ায় চিন্তায় পড়েছিলেন। পরে অবশ্য দেশে ফিরে যান।
গ্রেসের সঞ্চালনার মূল শক্তি তাঁর স্বতঃস্ফূর্ততা। কথায় ও সৌন্দর্যে দর্শকদের মনোরঞ্জন করায় তাঁর জুড়ি মেলা ভার। এছাড়া নাচটাও ভালোই জানেন। তবে আইপিএলের দ্বিতীয় পর্যায়ে গ্রেস আর ফিরবেন কি না জানা যাচ্ছে না।
ক্রিকেট জীবনে প্রতিদ্বন্দ্বিতা ছিল শচীন তেণ্ডুলকর ও ম্যাথু হেডেনের। তবে তাঁদের মেয়েদের মধ্যে খুব বন্ধুত্ব। সারা ও গ্রেস একসঙ্গে ঘুরতেও যান। যদিও সারার থেকে ৫ বছরের ছোট ২২ বছর বয়সি গ্রেস।
ইনস্টাগ্রামে তাঁর ফলোয়ার সংখ্যা প্রায় দু'লক্ষ। নিয়মিত ছবি আপলোড করেন। প্রায়ই ঘুরতে যাওয়ার ছবি ভক্তদের সঙ্গে ভাগ করে নেন।
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.