Advertisement
Advertisement
Trina Saha

বৈশাখের দাবদাহে রূপের আগুনে ছ্যাঁকা দিচ্ছেন তৃণা, বোল্ড ফটোশুটে নায়িকার ‘রংবাজি’

অভিনেত্রীর নতুন ছবি ঘিরে সরগরম নেটপাড়া।

সোশাল মিডিয়ায় তৃণা সাহার নতুন ফটোশুট দেখে সরগরম নেটপাড়া। স্বল্পাবাসে অভিনেত্রীকে দেখে অনুরাগীরাও ততোধিক উচ্ছ্বসিত। রঙিন পোশাকে নায়িকার 'রংবাজি'তে ঘায়েল ভক্তরা।

পরনে ব্রকেট ম্যাটেরিয়ালের শর্টস। তার সঙ্গে পেয়ার আপ করেছেন রঙিন জ্যাকেট। পায়ে সোনালি রঙের নি লেন্থ বুট। ক্যাপশনে লেখা- 'মনে হচ্ছে, আমি তোমার দৃষ্টি আকর্ষণ করেছি।' সেটা বলাই বাহুল্য! তৃণা যে ভরা বৈশাখের উত্তাপ আরও বাড়িয়ে দিয়েছেন।

মাস খানেক ধরেই গুঞ্জন, নীল ভট্টাচার্যের সঙ্গে তৃণা সাহার বিয়ে নাকি ভাঙছে! এমন জল্পনায় তোলপাড় টলিপাড়া। তবে সেই জল্পনাকে বুড়ো আঙুল দেখিয়ে প্রকাশ্যেই স্ত্রী তৃণা সাহাকে জড়িয়ে ধরেছিলেন নীল। শুধু তাই নয়!

নিন্দুকদের উদ্দেশে কড়া বার্তা দিয়ে তারকাদম্পতির মন্তব্য, “যেমন ছিলাম, তেমনই আছি। সবটাই ভুয়ো।” ২০২১ সালে ওই একই দিনে সাতপাকে বাঁধা পড়েন টলিপাড়ার মিষ্টি জুটি নীল-তৃণা।

দাম্পত্য নিয়ে খুব একটা বর্তমানে খোলেমাল না হলেও তৃণা কিন্তু ওটিটি থেকে টেলিভিশনের পর্দায় দাপিয়ে কাজ করছেন। ফ্যাশন দুনিয়াতেও তাঁর গুণমুগ্ধের সংখ্যা নেহাত মন্দ নয়! (ছবি-ইনস্টাগ্রাম)