Advertisement
Advertisement

Breaking News

Neeraj Chopra

জুনিয়র চ্যাম্পিয়ন থেকে অলিম্পিকে সোনা, কেমন ছিল Neeraj Chopra’র সফর? দেখুন অ্যালবাম

ওজন কমাতে ভরতি হন জিমে, খেলা শুরু করেই চ্যাম্পিয়ন হয়ে ওঠেন নীরজ।

১০

প্রথম ভারতীয় হিসাবে অলিম্পিকের অ্যাথলেটিকসে সোনা জিতে ইতিহাস নীরজ চোপড়ার। ১৩ বছর পর ব্যক্তিগত ইভেন্টে সোনা পেল ভারত।

১০

হরিয়ানার পানিপথের কাছে এক অখ্যাত গ্রামে জন্ম নীরজের। ছোটবেলায় ভুগেছেন স্থূলকায়ত্বের সমস্যায়। বন্ধুরা খোঁচা দিত মোটা বলে।

১০

২০১১ সালে ওজন কমাতে সাইয়ের জিমে ভরতি হন। সেখানেই শুরু জ্যাভলিন ছোঁড়া। তারপর বদলে যায় নীরজের জীবন।

১০

২০১৬ সালে জুনিয়র বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা জেতেন নীরজ। তবে, অল্পের জন্য অলিম্পিকে সুযোগ পাননি।

১০

২০১৭ সালে ভুবনেশ্বরে এশিয়ান চ্যাম্পিয়নশিপে সোনা জেতেন। তাঁকে ঘিরে স্বপ্ন দেখা শুরু করে ভারত।

১০

২০১৮ কমনওয়েলথ গেমসেও সোনা জেতেন ভারতের সোনার ছেলে। ততদিনে গোটা বিশ্বের সেরাদের তালিকায় নাম উঠে গিয়েছে তাঁর।

১০

সে বছরই এশিয়ান গেমসে ফের সোনা জেতেন নীরজ। এরপরই শুরু হয় অলিম্পিকের প্রস্তুতি।

১০

তাঁর সৌজন্যেই ১৩ বছর বাদে অলিম্পিক পোডিয়ামে বাজল ভারতের জাতীয় সংগীত। অলিম্পিকে সর্বকালের সেরা পারফরম্যান্স করল ভারত।

১০

নিজের স্বর্ণপদক কিংবদন্তি মিলখা সিংকে উৎসর্গ করলেন নীরজ। তাঁর হাত ধরেই মিলখা, পিটি ঊষা, দীপা কর্মকারদের স্বপ্ন পূরণ হল।

১০ ১০

ভারতীয় সেনার সুবেদার পদে কর্মরত নীরজকে শুভেচ্ছা জানাচ্ছে গোটা দেশ। শুভেচ্ছা জানিয়েছেন সেনাপ্রধান নারাভানেও।