Advertisement
Advertisement
Tollywood Celeb Holi 2025

‘রং বরসে…’, দেব-রুক্মিণী থেকে যশ-নুসরত, রঙিন টলিউডের জুটিরা, দোলে ‘সিঙ্গল’ কারা?

'খেলব হোলি, রং দেব না...', দেখুন টলিউডের রঙিন অ্যালবাম।

১০

লাইট-ক্যামরা, অ্যাকশন... বন্ধ সব! শুক্রবার দোল উদযাপনে মেতেছেন টলিউড সেলেবরা। কেউ জুটিতে, কারও বা দোলযাপন একাকী। রং বাহারি ছবি দিয়ে শুভেচ্ছা জানালেন মধুমিতা সরকার।

১০

শুটের ব্যস্ততা, মেকআপের তাড়া, ডায়েট ভুলে হোলিতে মেতেছেন যশ-নুসরত। দোলে একে-অপরের সঙ্গে খুনসুঁটিতে মাতলেন। তবে সঙ্গে দেখা গেল না তাঁদের সন্তান জিশানকে।

১০

সপরিবারে রঙের উৎসবে মাতলেন টলিউড সুপারস্টার দেব। মা-বাবা, বোন তো বটেই, স্বজন, বন্ধুবান্ধবদের পাশাপাশি মনের মানুষ রুক্মিণীকেও দেখা গেল তারকা সাংসদের ফ্রেমে। এক-দু আঙুলে ছোঁয়ানো আবির নয়, একেবারে রঙে ডুবে গিয়েছেন জুটিতে।

১০

মিমি চক্রবর্তী বরাবরই রঙের উৎসব থেকে খানিকটা দূরে থাকেন। টলিপাড়ার হইহট্টগোলের পার্টিতে তাঁকে দেখা যায় না। এবার দোল পূর্ণিমায় বাড়িতে রাধামাধবের পুজোর পাশাপাশি মা-বাবা এবং দুই পোষ্য সন্তানের সঙ্গে বসন্ত উৎসবে মাতলেন মিমি।

১০

টলিপাড়ার সবথেকে 'রঙিন জুটি'র খেতাব যদি কাউকে দিতে হয়, সেটা অঙ্কুশ-ঐন্দ্রিলার প্রাপ্য। শুক্রবার রংবাহারি আবির দিয়ে একে-অপরের সঙ্গে দোলযাপন করলেন।

১০

এদিকে 'খাদান'-এর 'কিশোরী' ইধিকা পালকে দেখা গেল একক রঙিন ফটোশুটে। অভিনেত্রীর চেহারায় যতটা না রঙের ছোঁয়া, তার চেয়েও চোখ টানল তাঁর রংবাহারি সুতোয় কাজ করা শাড়ি। নেপথ্যের কারিগর অনুশ্রী মালহোত্রা। সুন্দরী ইধিকার ফটোশুটে ঘায়েল নেটপাড়া।

১০

তবে শুক্রবার টলিপাড়ার জুটিদের মধ্যে কেউ যদি নজর কাড়েন, তাঁরা হলেন বনি-কৌশানী। রঙের উৎসবে 'জামাল কুদু' গানে তুমুল নাচ কৌশানীর। যোগ্য সঙ্গত দিলেন বনি। আর তাদের চিয়ারলিডারের ভূমিকায় নুসরত জাহান।

১০

অন্যদিকে ডিভোর্সের জল্পনা উড়িয়ে দিয়ে হোলিতে পুরোদস্তুর রঙিন মেজাজে ধরা দিলেন টেলিপর্দার তারকাজুটি নীল-তৃণা।

১০

উষসী চক্রবর্তীর দোল ফটোশুটে ভরা বসন্তের ছোঁয়া। সাদা শাড়িতে নজর কাড়লেন মোহময়ী অভিনেত্রী।

১০ ১০

বরাবরই আধ্যাত্মিক অপরাজিতা আঢ্য। বৃহস্পতিবার বসন্ত উৎসব পালনের পর শুক্রবার তাঁকে দেখা গেল রাধাকৃষ্ণের পায়ে আবির ছুইঁয়ে দোলে মেতে উঠতে। (ছবি-ইনস্টাগ্রাম)