Advertisement
Advertisement
নাতাশা

সমুদ্রসৈকতে উত্তাপ ছড়াচ্ছেন হার্দিকের হবু স্ত্রী নাতাশা, দেখুন তাঁর ‘হট’ ছবি

Advertisement

দুবাইয়ে একসঙ্গে ছুটি কাটাচ্ছেন হার্দিক পান্ডিয়া ও নাতাশা স্তানকোভিচ।

লেপার্ড প্রিন্টের কালো মনোকিনিতে নাতাশার ছবিগুলি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

নাতাশা স্তানকোভিচ সার্বিয়ান অভিনেত্রী হলেও বলিউডে একাধিক ছবি করেছেন।

‘সত্যাগ্রহ’ ছবি দিয়ে বলিউডে অভিষেক হয় তাঁর।

এছাড়া ‘ফ্রাইডে’, ‘ড্যাডি’, ‘ফুকরে রিটার্নস’ ছবিতেও নাতাশাকে দেখা গিয়েছে।

“ডিজে ওয়ালে বাবু মেরা গানা চালা দো” গানে নজর কাড়েন নাতাশা।

জানুয়ারির প্রথম সপ্তাহে ক্রিকেটার হার্দিক পান্ডিয়ার সঙ্গে বাগদান সারেন তিনি।