সেরা ছন্দে আছেন ঋষভ পন্থ। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টের দুই ইনিংসেই সেঞ্চুরি করেছেন। কিন্তু তার মধ্যেই ভারতের টেস্ট দলের সহ-অধিনায়ক চর্চায় এসেছেন এক মহিলার ইনস্টাগ্রাম পোস্টে একের পর এক ছবিতে 'লাভ' দিয়ে।
তাহলে কি প্রেমে পড়লেন ভারতীয় ক্রিকেটের 'স্পাইডারম্যান'? সেই সঙ্গে প্রশ্ন পন্থের 'স্বপ্নসুন্দরী' কে? তার নাম মিয়া জেলু। ইনস্টাগ্রামের এই মহিলার ছবিতে ঋষভের 'ভালোবাসা'।
স্বাভাবিকভাবেই এই নিয়ে লোকেদের চোখ কপালে উঠেছে। মিয়ার ইনস্টা হ্যান্ডল ঘেঁটে নেটিজেনরা দেখছেন, কখনও পার্টিতে তো কখনও ফুটবল ম্যাচ দেখতে যাচ্ছে এই মিয়া জেলু।
এর আগে ঊর্বশী রাউতেলার সঙ্গে প্রেমের জল্পনা ছড়িয়েছিল পন্থের। সেই অধ্যায় ভুলে কি নতুন সুন্দরীতে মজেছেন ভারতীয় দলের উইকেটকিপার? কিন্তু একটু তলিয়ে দেখতেই 'ভুল' ভাঙছে সবার।
কারণ, এই মিয়া জেলু আসলে কোনও মানবীই নয়। সে আসলে আর্টিফিশিয়াল ইনটিলিজেন্স, অর্থাৎ এআই। প্রযুক্তির সাহায্য নিয়ে এই মহিলার ছবি তৈরি করা হয়েছে। তাহলে যন্ত্রমানবীর ছবিতেই 'ভালোবাসা' বিতরণ করে চলেছেন।
ইনস্টায় মিয়া জেলুর ফলোয়ার সংখ্যা প্রায় দেড় লক্ষ। মূলত ট্র্যাভেল ও ফ্যাশন সংক্রান্ত পোস্ট করা হয়, তার প্রোফাইল করা হয়। সেখানে এআই-এর ব্যবহার এত ভালো যে, আসল-নকল গুলিয়ে যায়।
কিন্তু নেটিজেনদের প্রশ্ন, হঠাৎ যন্ত্রের ছবিতে কেন 'লাভ' দিচ্ছেন পন্থ? নাকি বুঝতে পারছেন না যে, এটা এআই দ্বারা তৈরি। অনেকে আবার বিরাট কোহলি ও অভনীত কৌরের প্রসঙ্গের মিল খুঁজে পাচ্ছে। যেখানে পরে কোহলি দাবি করেছিলেন, যান্ত্রিক ত্রুটির কারণে অভনীতের ছবিতে তিনি 'লাভ' দিয়েছিলেন।
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.