Advertisement
Advertisement

Breaking News

IPL Auction 2025

নিলামের মহাযজ্ঞে খাতায়-কলমে কেমন ঘর গোছাল দলগুলো? রেটিং দিল সংবাদ প্রতিদিন

দুদিনের টানটান দর কষাকষির পর আইপিএল মহা নিলামে উড়ল ৬৪০ কোটি টাকা। বিক্রি হলেন ১৮২ জন প্লেয়ার।

১০

চেন্নাই সুপার কিংস: ৯/১০- নিলাম থেকে মোট ২০জন ক্রিকেটারকে কিনেছে তারা। তবে সবচেয়ে উল্লেখযোগ্য অবশ্যই একদশক পরে রবিচন্দ্রন অশ্বিনের ঘরে ফেরা। ওপেনিংয়ে রাচীন রবীন্দ্রদের পাবে তারা। নাথান এলিস, খলিল আহমেদের মতো পেসার আছে। ফিনিশারের কাজ করবেন স্যাম কুরান।

১০

দিল্লি ক্যাপিটালস: ৮/১০- দিল্লি ১৪ কোটি টাকা দিয়ে তুলে নিয়েছে কে এল রাহুলকে। পন্থের বিদায়ের পর তিনিই অধিনায়ক হতে পারেন। বোলিংয়ে মিচেল স্টার্ক, নটরাজন, মুকেশ কুমার আছেন। তুলনায় মিডল অর্ডারে দুর্বলতা আছে।

১০

গুজরাট টাইটান্স: ৮.৫/১০- প্রথম দিনে জস বাটলার, মহম্মদ সিরাজের মতো নামী তারকাদের কেনার পর গুজরাট শেষদিন নিয়েছে ওয়াশিংটন সুন্দর, জেরাল্ড কোয়েৎজিকে। তবে গ্লেন ফিলিপস ছাড়া ভরসাযোগ্য ফিনিশার তুলতে পারেনি।

১০

কলকাতা নাইট রাইডার্স: ৮/১০- প্রথম দিকে ভেঙ্কটেশ আইয়ারকে ঘরে ফেরাতে পার্সের প্রায় অর্ধেকই খরচ করে ফেলে তারা। এদিন শেষবেলায় ঝড় তুলে নাইটরা দলে নিয়েছে উমরান মালিক, রভম্যান পাওয়েলদের। কিন্তু ডি'কক থাকলেও ভালো দেশি উইকেটকিপার নেই। সমস্যা অধিনায়ক নিয়েও।

১০

লখনউ সুপার জায়ান্টস: ৮.৫/১০- নিলামে লখনউয়ের ‘নবাব’ হলেন ঋষভ পন্থ। সমস্ত রেকর্ড ভেঙে ঋষভ পন্থকে তুলে নিয়েছে তারা। যার জন্য খরচ হয়েছে ২৭ কোটি টাকা। বাংলার আকাশ দীপ, শাহবাজ আহমেদদের কিনে নিয়েছে সঞ্জীব গোয়েঙ্কার দল। তবে পেস বোলিংয়ের জন্য তাকিয়ে থাকতে থাকতে হবে দেশীয় ব্রিগেডের দিকে।

১০

মুম্বই ইন্ডিয়ান্স: ৮.৫/১০- বড় নামের মধ্যে তাদের দলে একমাত্র ট্রেন্ট বোল্ট। ওপেনিংয়ে থাকবেন উইল জ্যাকস। শেষবেলায় ফিরিয়ে এনেছে শচীনপুত্র অর্জুন তেণ্ডুলকরকে। তবে ভোগাতে পারে ভালো স্পিনার এবং দেশীয় উইকেটকিপারের অভাব।

১০

পাঞ্জাব কিংস: ৭.৫/১০- নিলামে সবচেয়ে বেশি টাকা নিয়ে নেমেছিল পাঞ্জাব। আর সবচেয়ে বেশি প্লেয়ার কিনল তারাই। শ্রেয়স আইয়ারকে পাঞ্জাব কিনেছে ২৬.৭৫ কোটি টাকা দিয়ে। কিন্তু অভিজ্ঞ ওপেনার নেই। ভোগাতে পারে মিডল অর্ডারও।

১০

রাজস্থান রয়্যালস: ৮.৫/১০- নিলামে বড় নামের পিছনে ছোটেনি রাজস্থান। সবচেয়ে বেশি টাকা খরচ করেছে জোফ্রা আর্চারের জন্য। দ্বিতীয় দিনে তারা কিনেছে ১৩ বছরের প্রতিভা বৈভব সূর্যবংশীকে। কিন্তু ভারতীয় স্পিনার ও পেসার তুলতে পারেনি তারা।

১০

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু: ৮.৫/১০- নিলামে প্রথম দিনে ফিল সল্ট, হ্যাজেলউডদের তুলেছে আরসিবি। দ্বিতীয় দিনে কিনেছে ভুবনেশ্বর কুমার, টিম ডেভিডদের। কিন্তু দলে কোনও নির্ভরযোগ্য স্পিনারই নেই।

১০ ১০

সানরাইজার্স হায়দরাবাদ: ৯/১০- ঈশান কিষান, মহম্মদ শামিদের তুলে নিয়েছে সানরাইজার্স। খাতায়-কলমে সবচেয়ে শক্তিশালী দল তাদেরই। কিন্তু হায়দারবাদেও ভালো দেশীয় স্পিনার নেই।