Advertisement
Advertisement
Karishma Tanna

কালো মনোকিনিতে রোদ পোহাচ্ছেন করিশ্মা তান্না, ছবি দেখে ছ্যাঁকা খেল নেটপাড়া

কোথায় বেড়াতে গিয়েছেন অভিনেত্রী?

'স্কুপ' সিরিজে জাগ্রুতি পাঠক হয়ে নজর কেড়েছিলেন। এখন বিন্দাস ছুটির মুডে করিশ্মা তান্না।

স্বামী বরুণ বাঙ্গেরার সঙ্গে দুবাইয়ে বেড়াতে গিয়েছিলেন করিশ্মা। সেখানকার ছবিই পোস্ট করেছেন।

কালো মনোকিনিতে কখনও স্যুইমিং পুলের পাশে, আবার কখনও মূর্তির সামনে পোজ দিয়েছেন অভিনেত্রী।

হিন্দি টেলিভিশনের মাধ্যমে করিশ্মার সফর শুরু। পরে সিনেমাতেও অভিনয় করেন গুজরাটের কন্যা।

রিয়ালিটি 'বিগ বস'-এ মডেল উপেন প্যাটেলের প্রেমে পড়েছিলেন করিশ্মা। ২০১৬ সালে সেই সম্পর্ক ভেঙে যায়। ২০২২ সালে বরুণকে বিয়ে করেন করিশ্মা।

গত বছর হনসল মেহতার 'স্কুপ' সিরিজে দেখা যায় করিশ্মাকে। নিজের অভিনয়ের জন্য তুমুল প্রশংসা পেয়েছেন অভিনেত্রী। ছবি: ইনস্টাগ্রাম।