নিজে হাতে কেকের ছবি এঁকেছিলেন তাঁর স্ত্রী জ্যোতি কৃষ্ণা। শিল্পীর প্রয়াণের পর সেই ছবি ভাইরাল হল নেটদুনিয়ায়। হাতে মাইক নিয়ে স্টেজে গান গাইছেন কেকে। ঠিক যেন তাঁর জীবনের শেষ দিনের মতো। ভারাক্রান্ত মনে অনুরাগীরা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করছেন এই ছবি। ছবি- ইনস্টাগ্রাম
গায়ক কেকের শেষযাত্রায় এসে হাউ হাউ করে কেঁদে ফেলেছেন শিল্পী শ্রেয়া ঘোষাল। শ্রেয়ার কথায়, আমার খুব ভাল বন্ধু। কত গান একসঙ্গে গেয়েছি। এভাবে চলে গেল! ছবি- viralbhayani
কেকের মৃত্য সংবাদ পেয়ে কেঁদে ফেলেছিলেন সংগীতশিল্পী হরিহরণ। শিল্পীকে শেষ শ্রদ্ধা জানাতে এসে চোখে জল ধরে রাখতে পারেননি তিনিও। তাঁর কথায়, এমন শিল্পী আর পাব না আমরা। ছবি- viralbhayani
কেকের শেষ যাত্রায় অংশ নিয়েছিলেন সংগীতশিল্পী অলকা ইয়াগনিকও। অলকার কথায়, এখনও ভাবতে পারছি না কেকে নেই! ছবি- viralbhayani
এক কোণায় চুপ করে দাঁড়িয়ে ছিলেন শঙ্কর মহাদেবন। তাঁর কথায়, খুব ভাল শিল্পী ও বন্ধুকে হারালাম। ছবি- viralbhayani
কেকের শেষযাত্রায় উপস্থিত ছিলেন অভিজিৎ ভট্টাচার্যও।
বিশাল ভরদ্বাজের মাচিস ছবিতে 'ছোড় আয়ে হাম উহ গলিয়াঁ' গানটি গেয়ে নজর কেড়েছিলেন কেকে। শিল্পীর শেষকৃত্যে হাজির হয়েছিলেন পরিচালক বিশালও।
কেকের শেষযাত্রায় অংশ নিয়েছিলেন পরিচালক কবীর খানও। মুম্বইয়ে ভারসোভা এলাকার মুক্তিধাম শ্মশানে শেষকৃত্য সম্পন্ন হল শিল্পীর।
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.