পরনে বেগুনি হাই থাই স্লিট গাউন। সুইমিং পুলে কৌশানী মুখোপাধ্যায়ের জলকেলী দেখে অনুরাগীদের মূর্চ্ছা যাওয়ার জোগাড়।
শোনা যাচ্ছে, খুব শিগগিরিই নাকি বনি সেনগুপ্তর সঙ্গে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন তিনি। প্রস্তুতিও তুঙ্গে।
ডেস্টিনেশন ওয়েডিংয়েরই ইচ্ছে রয়েছে কৌশানীর। যদিও এপ্রসঙ্গে মুখে কুলুপ এঁটেছেন অভিনেত্রী। তবে যাহা রটে তার কিছুটা হলেও তো বটে!
সদ্য ভোটের কাজ মিটেছে। লোকসভার জন্য দলের হয়ে গত দেড় মাস ধরে এদিক-ওদিক প্রচার করতে দেখা গিয়েছে কৌশানীকে।
তাই ক্ষণিকের বিরতি নিতে বৃহস্পতিবার সকালেই গোয়ায় সমুদ্র সৈকতের উদ্দেশে রওনা হয়েছেন তিনি।
এসবের মাঝেই কৌশানীর বোল্ড সব ছবি দেখে ছ্যাঁকা খাচ্ছেন অনুরাগীরা। মাঝেমধ্যেই সোশাল মিডিয়ায় বোল্ড ছবি শেয়ার করেন অভিনেত্রী। এবার সুইমিং পুল থেকে ভাইরাল তাঁর সিক্ত শরীরের ছবি। (ছবি: ইনস্টাগ্রাম)
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.