Advertisement
Advertisement

Breaking News

Rachna Banerjee

সিঙ্গুরের দই-ঘুগনি খেয়েছেন আগেই, এবার প্রচারের ফাঁকে কোন খাবারে মজলেন রচনা?

লক্ষ্মীবারে কী খেলেন তৃণমূলের তারকা প্রার্থী?

হুগলির দই, ঘুগনি আগেই খেয়েছিলেন। মুগ্ধও হয়েছিলেন তৃণমূলের তারকা প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়। দইয়ের স্বাদের প্রশংসা করতে গিয়ে গরু নিয়ে তাঁর ব্যাখ্যা সকলেরই জানা।

লক্ষ্মীবারে নতুন ধরনের জলখাবার খেলেন রচনা। এবার মুড়ি এবং আলুর দমে পেট ভরালেন তৃণমূলের তারকা প্রার্থী।

দলীয় কর্মীর বাড়িতে জলখাবার খান। তাঁকে একটি থালায় মুড়ি এবং ওই থালার উপর বাটিতে আলুর দম দেওয়া হয়। সঙ্গে ছিল কাঁচা পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা।

এর আগে কখনও মুড়ি দিয়ে আলুর দম খাননি বলেই জানান রচনা। তৃণমূলের তারকা প্রার্থী বলেন, ‘‘রোজ সকালে এখানকার সব ভাল ভাল খাবার খাচ্ছি। খুব ভাল লাগছে। সিঙ্গুরের বিখ্যাত খাবার মুড়ি আর আলুর দম। সেটাও খেলাম, খুব ভালো লাগল। আলুর দমটা খুব সুস্বাদু। এসব কলকাতায় খাওয়া হয় না। বাড়িতেও মুড়ি খাই। কিন্তু সেটা বিকেলে চা বা কফির সঙ্গে। আলুর দম দিয়ে মুড়ি এই প্রথম খেলাম। সকালে জলখাবার হিসাবেও মুড়ি আগে কখনও খাইনি।’’

সিঙ্গুরের রাজারবাথান এলাকায় এদিন প্রচারে সারেন রচনা। সঙ্গে ছিলেন সিঙ্গুরের বিধায়ক বেচারাম মান্না ও হরিপালের বিধায়ক করবী মান্না-সহ দলের অন্যান্যরা।

ধামসা, মাদল এবং ব্যান্ডের তালে তালে হুডখোলা গাড়িতে চেপে প্রচার করেন তৃণমূলের তারকা প্রার্থী। প্রচারের ফাঁকে পুজোও দেন রচনা বন্দ্যোপাধ্যায়।