শোনা যায় অর্জুন কাপুরের সঙ্গে প্রেমে ভেঙেছে মালাইকার অরোরার। কিন্তু মন ভাঙলেও, রূপের ঝলকে তাঁর খামতি পড়েনি। বরং মালাইকা যেন আরও উজ্জ্বল।
সম্প্রতি মালাইকা তাঁর ইনস্টাগ্রামে একটি ফটোশুট শেয়ার করেছেন। হলুদ খোলামেলা পোশাক মালাইকা যেন ঘুম কাড়লেন পুরুষ মহলের।
সম্পর্ক নিয়ে কখনই মুখ খোলেন না মালাইকা। তবে হাভে-ভাবে বুঝিয়েছেন মালাইকা এখন সিঙ্গল।
মালাইকাকে দেখে বোঝাই যায় না, তাঁর বয়স ৪৭। যেভাবে নিজেকে ফিট রেখেছেন মালাইকা তা অন্য নায়িকাদের হিংসার কারণ।
প্রেম দিবসের আগে মালাইকা যেন প্রেমে ডগমগ ফটোশুট সেরে ফেললেন। যেখানে মালাইকার শরীরে উপচে পড়ছে প্রেম, শুধুই প্রেম। ছবি- ইনস্টাগ্রাম
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.