Advertisement
Advertisement

Breaking News

Mimi Chakraborty

ব্রালেটে বোল্ড মিমি, সৈকতে ‘উরা ধুরা’ মেজাজে ‘হলিডে অ্যালবাম’ দেখালেন নায়িকা

শীতকালীন শহরে উষ্ণতা বাড়ালেন মিমি চক্রবর্তী।

কাজ, পরিবার আর পোষ্য- এই তিনটি মিমির জীবনে তিনটি প্রায়োরিটি হলেও, সেই তালিকার চতুর্থস্থানে বোধহয় বেড়াতে যাওয়া রয়েছে।

কারণ হাতে সময় পেলেই ব্যাগপত্তর গুছিয়ে মিমি বেরিয়ে পড়েন ঘুরতে। এবার সমুদ্র সৈকতে বেড়াতে গিয়েছেন। আর সেখান থেকেই নিত্যদিন একের পর এক নতুন ছবি পোস্ট করেছেন তিনি।

নিয়ন সবুজ রঙের শর্টস আর ক্রুশে বোনা ব্রালেটে দেখা গেল মিমি চক্রবর্তীকে। যে ছবি দেখে উচ্ছ্বসিত অনুরাগীরা। টলিপাড়ায় জোর চর্চা মিমি নাকি তাঁর নতুন প্রেমিকের সঙ্গে ঘুরতে গিয়েছেন।

মিমির কমেন্ট বক্সে বন্ধু পার্নো মিত্রর কমেন্ট অন্তত সেদিকেই ইঙ্গিত করছে। নেটমাধ্যমেও সকলের একই প্রশ্ন, 'মিমির মনের মানুষ কে? সেই উত্তর এখনও মেলেনি।'

মডেল হিসেবে কেরিয়ার শুরু করেছিলেন মিমি চক্রবর্তী। তার পর ছোটপর্দায় শুরু হয় ‘গানের ওপারে’ অধ্যায়। সিরিয়ালে নজর কাড়েন মিমি।

২০১২ সালে ‘বাপি বাড়ি যা’ সিনেমার মাধ্যমে বড়পর্দার যাত্রা শুরু করেন মিমি। এর পর আর পিছনে ফিরে তাকাননি টলিউডের অভিনেত্রী। (ছবি- ইনস্টাগ্রাম)