Advertisement
Advertisement

Breaking News

লক্ষ্মীর ভাণ্ডার থেকে দুর্গাপ্রতিমা, সাধারণতন্ত্র দিবসে বাংলার ট্যাবলোয় নারীশক্তির জয়গান, দেখুন ঝলক

এবার সাধারণতন্ত্র দিবসের থিম ‘স্বর্ণিম ভারত- বিরাসত অর বিকাশ’। তাতে বাংলার যে মডেল পাঠানো হয়েছিল তা পছন্দ হয়েছে কেন্দ্রের।

সাধারণতন্ত্র দিবসের প্যারেডে বাংলার ট্যাবলোর থিম একাধিকবার খারিজ করেছে কেন্দ্র। তবে এবার অর্থাৎ ২০২৫ সালে সাধারণতন্ত্র দিবসের প্যারেডে অংশ নেবে বাংলা।

ছৌ-নাচ ও বাউল গানের তালে রাজধানীর কর্তব্যপথে ছুটতে চলেছে বাংলার ট্যাবলো। 'নারী শক্তির জাগরণ' বোঝাতে বাংলার ট্যাবলোর সামনের দিকে ছৌ মুকুটের আদলে থাকবে দুর্গাপ্রতিমা।

ট্যাবলোর সামনের দিকেই থাকবে 'লক্ষ্মীর ভাণ্ডারের কলস। বাংলার নারী ক্ষমতায়নে লক্ষ্মীর ভাণ্ডারের গুরুত্ব বোঝাতেই ওই কলস ট্যাবলোতে রাখার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।

ট্যাবলোর শেষদিকে থাকবে বাঁকুড়ার পোড়ামাটির তৈরি মন্দিরের রেপ্লিকা। যা বাংলার টেরাকোটা শিল্পকে গোটা দেশের সামনে তুলে ধরার উদ্যোগ।

ট্যাবলোয় বাংলার পল্লি সংস্কৃতি তুলে ধরার জন্য বাউল এবং লোকসঙ্গীত পরিবেশন করা হবে। লোক প্রসার প্রকল্পের শিল্পীরা লোকসঙ্গীত লোকনৃত্য পরিবেশন করবেন।

এবার সাধারণতন্ত্র দিবসের থিম ‘স্বর্ণিম ভারত- বিরাসত অর বিকাশ’। তাতে বাংলার যে মডেল পাঠানো হয়েছিল তা পছন্দ হয়েছে কেন্দ্রের। তথ্য ও ছবি: নন্দিতা রায়।