আমেরিকার ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে সোমবার শপথ নিলেন ডোনাল্ড ট্রাম্প। তাঁর শপথগ্রহণ অনুষ্ঠান উপলক্ষে ক্যাপিটল বিল্ডিং বা মার্কিন কংগ্রেস ভবনে রথী-মহারথীদের জমায়েত।
বন্ধু ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানে নিজে উপস্থিত থাকতে পারেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে ৪৭ তম মার্কিন প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠানে ভারতের প্রতিনিধি হিসেবে গিয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শংকর।
শিল্পপতি মুকেশ আম্বানি এবং তাঁর স্ত্রী নীতা আম্বানি আমন্ত্রিত ছিলেন ট্রাম্পের শপথগ্রহণ অনুষ্ঠানে। দেশ-বিদেশের বহু বিখ্যাত ব্যক্তিত্বকেই দেখা গিয়েছিল জমকালো অনুষ্ঠানে।
শপথগ্রহণ অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের সঙ্গে হাজির ছিলেন ট্রাম্পের পরিবারের সদস্যরা। কন্যা ইভাঙ্কা, টিফানিকে দেখা গিয়েছে অনুষ্ঠানে। মঞ্চে সর্বক্ষণ হাজির ছিলেন ট্রাম্পপত্নী মেলানিয়া।
শপথগ্রহণের পরেই প্রেসিডেন্ট হিসাবে একাধিক পদক্ষেপ করেছেন রিপাবলিকান নেতা। মসনদে ফিরেই পূর্বসূরির জারি করা ৭৮টি নির্দেশিকা বাতিল করেছেন।
আন্তর্জাতিক মহলে তোলপাড় ফেলে দিয়েছে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রথম দিনের কার্যকলাপ। প্যারিস জলবায়ু চুক্তি, বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে সরে দাঁড়িয়েছে ট্রাম্পের আমেরিকা।
অতীতে প্রেসিডেন্টের শপথ ঘিরে উন্মত্ত জনতার ক্রোধ দেখেছিল ক্যাপিটল। কিন্তু ট্রাম্পের শপথে হাসিমুখে হাজির ছিলেন সদ্যপ্রাক্তন প্রেসিডেন্ট জো বাইডেন এবং তাঁর স্ত্রী জিল। প্রেসিডেন্ট পদপ্রার্থী কমলা হ্যারিসও ছিলেন অনুষ্ঠানে।
উপস্থিত ছিলেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও তাঁর স্ত্রী উষা চিলুকুরি ভ্যান্স। শপথ নেওয়ার পরে কেক কেটে উদযাপন করেন সকলে। তরোয়াল হাতে নেচে উঠতেও দেখা যায় ট্রাম্পকে।
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.