Advertisement
Advertisement

Breaking News

Madhumita Sarcar

‘আহা! মধুর কী মহিমা’, মায়াবী লুকে মুগ্ধ করলেন মধুমিতা

'সেক্সি বং বিউটি'র নতুন ফটোশুট না দেখলেই মিস!

তিনি দর্শক অনুরাগীদের কাছে 'সেক্সি বং বিউটি'। দুষ্টু মিষ্টি নায়িকা মাঝেমধ্যেই বোল্ড ফটোশুটে নেটপাড়ায় উষ্ণতা ছড়ান।

টলিপাড়ার মিষ্টি নায়িকা মধুমিতা সরকার। যা পরেন, তাতেই মানিয়ে যায়। এবার নতুন ফটোশুটেও আগুন ধরালেন নেটপাড়ায়। চোখেমুখে যেন মাদকতা! যা দেখে শোরগোল।

ঠিক যেন 'আগুনপাখি'! লাল শাড়িতে লাস্যময়ী রূপে ধরা দিলেন মধুমিতা। কখনও চুল নিয়ে খেলা করতে করতেই ক্যামেরায় পোজ দিলেন তো আবার কখনও বা তীক্ষ্ণ দৃষ্টিতে দুষ্টু ইশারায় ঘায়েল করলেন।

মধুমিতা সরকারের মনে বর্তমানে প্রেমের জোয়ার। অবশেষে মনের মানুষ খুঁজে পেয়েছেন টলিপাড়ার অভিনেত্রী। তাঁর সঙ্গেই শেয়ার করেন রোম্যান্টিক ছবি। যাতে লেখা, ‘নতুন শুরু’।

‘বোঝে না সে বোঝে না’ ধারাবাহিকের পাখি হিসেবে তুমুল জনপ্রিয়তা পেয়েছিলেন মধুমিতা। এর পর সিনেমার জগতে নিজের সফর শুরু করেন। ‘পরিবর্তন’, ‘লাভ আজ কাল পরশু’, ‘চিনি’, ‘দিলখুশ’, ‘সূর্য’, ‘কুলের আচার’-এর মতো একাধিক সিনেমা রয়েছে তাঁর ঝুলিতে।

অল্প বয়সেই বিয়ে করেছিলেন অভিনেত্রী। অভিনেতা-পরিচালক সৌরভ চক্রবর্তীর সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন তিনি। কিন্তু সে সম্পর্ক টেকেনি। ২০১৯ সালে মধুমিতা ও সৌরভের বিচ্ছেদ হয়। এর পর কেরিয়ারে মন দেন অভিনেত্রী। (ছবি- ইনস্টাগ্রাম)