দীর্ঘ প্রতিক্ষার অবসান! বউবাজার এলাকার অভিশপ্ত টানেল দিয়ে গড়াল মেট্রোর চাকা। শুক্রবার শিয়ালদহ থেকে এসপ্ল্যানেড পর্যন্ত প্রায় ২ কিলোমিটার পথে প্রথম ট্রায়াল রান চালাল মেট্রো কর্তৃপক্ষ।
এই ট্রায়াল রানের সময় উপস্থিত ছিলেন কলকাতা মেট্রোর জেনারেল ম্যানেজার পি উদয় রেড্ডি। ছিলেন কলকাতা মেট্রো রেলওয়ে কর্পোরেশন লিমিটেডের কর্তা ও দায়িত্বপ্রাপ্ত ইঞ্জিনিয়ারিং সংস্থার কর্তারাও।
এমআর ৬০৭ নামের একটি মেট্রো রেক এসপ্ল্যানেড পর্যন্ত আসে। ট্রায়ালের আগে মেট্রোর তরফে বিশেষ পুজোর আয়োজন করা হয়। ট্রায়াল রানের পর সকলকে শুভেচ্ছা জানান জেনারেল ম্যানেজার পি উদয় রেড্ডি।
সফল ট্রায়াল রানের পর মেট্রোর কর্তাদের সঙ্গে বৈঠকে বসেন মেট্রোর জেনারেল ম্যানেজার।
ওই অংশে ট্রায়াল রান তো দূর, টানেল হবে কি না তা নিয়ে সংশয় দেখা দিয়েছিল। ২০১৯ সাল থেকে প্রায় চারবার বিপর্যয়ের মুখে পড়ে বউবাজার এলাকায় মেট্রোর অংশ। তবে সব বাধা কাটিয়ে মেট্রো রেক চলল।
এই লাইনে মেট্রো চলাচলের ছাড়পত্র পাওয়া গেলে হাওড়া ময়দান থেকে সল্টলেক পর্যন্ত মেট্রো চলবে। এখন শিয়ালদহ থেকে সল্টলেক ও এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান পর্যন্ত মেট্রো চলছে।
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.