Advertisement
Advertisement
Mimi Chakraborty

থাইল্যান্ডে গার্ল গ্যাং নিয়ে মিমির হুল্লোড়

মিমির ভ্যাকেশন মোডের এই ছবিগুলি দেখে নিন।

সম্প্রতি ‘রক্তবীজ-২’ ছবির গানের শুটিংয়ের জন্য ছবির টিমের সঙ্গে থাইল্যান্ড উড়ে গিয়েছিলেন অভিনেত্রী মিমি চক্রবর্তী।

সেখানে পুজোর ছবির শুটিংয়ের ব্যস্ততা তুঙ্গে। তবে তার মাঝেই থাইল্যান্ডে শুটিংয়ের ফাঁকে সময় বের করা বেশ কঠিন হয়েছিল।

তবে তার মাঝেই নিজের জন্যও সময় বের করে নিয়েছিলেন মিমি। নায়িকাকে দেখা গিয়েছিল আম, বেদানা-সহ আরও বেশকিছু ফল দিয়ে নিজের হাতে বিদেশি জুস বানাতে।

এবার থাইল্যান্ডের সমুদ্রপাড়ে গার্ল গ্যাং নিয়ে হুল্লোড়ে মাতলেন মিমি চক্রবর্তী। কখনও সমুদ্রের পাড়ে তো কখনও আবার সুইমিং পুলে বান্ধবীদের সঙ্গে মজায় মেতেছেন অভিনেত্রী।

কাজের ব্যস্ততার মাঝে চুটিয়ে উপভোগ করছেন 'মি টাইম'। নিজেকে সময় দিয়ে মন ভালো করে রাখার পাসওয়ার্ড মিমি নিজেই খুঁজে নিয়েছেন। (ছবি: ইনস্টাগ্রাম)