Advertisement
Advertisement
Mahesh

২৮ ঘড়া গঙ্গাজল, দেড় মন দুধে স্নান প্রভু জগন্নাথের, মাহেশে ভক্তদের ঢল

আগামিকাল থেকে বন্ধ হবে মন্দিরের দরজা।

শ্রীরামপুরের মাহেশে মহা সমারোহে জগন্নাথ দেবের স্নানপর্ব সম্পন্ন হল। এবার মাহেশের স্নানপর্ব ৬২৯ বছরে পড়ল। কাকভোর থেকে মন্দির এলাকায় ছিল প্রবল ব্যস্ততা। নিজস্ব চিত্র

সকাল সাতটায় মন্দির থেকে বার করে আনা হয়েছিল প্রভু জগন্নাথ, বলরাম, এবং সুভদ্রাকে। এরপর শুরু হয় স্নানপর্ব। মন্দির সংলগ্ন স্নান পিরি ময়দানে এই আয়োজন করা হয়েছিল। নিজস্ব চিত্র

সেখানে সকালেই দেওয়া হয় বাল্য ভোগ। করা হয় বিশেষ পূজা-অর্চনা। নিজস্ব চিত্র

জগন্নাথ দেব ট্রাস্টি বোর্ডের সম্পাদক পিয়াল অধিকারী জানান, এ বছরের মূল আকর্ষণ হচ্ছে অভিষেক উৎসব। দেশের বিভিন্ন নদ-নদী থেকে নিয়ে আসা জল, সুগন্ধি আতর, চন্দন, মহার্ঘ্য দ্রব্য দিয়ে চলবে অভিষেক পর্ব। সাজানো হবে পুষ্পবেশে। নিজস্ব চিত্র

বেলা ১২টা ১০ মিনিট নাগাদ আসে সেই মাহেন্দ্রক্ষণ। ২৮ ঘড়া গঙ্গাজল এবং দেড় মন দুধ দিয়ে স্নান করানো হয় তিন বিগ্রহকে। নিজস্ব চিত্র

এই অনুষ্ঠান দেখার জন্য হাজার হাজার ভক্ত ভিড় করেছিলেন মন্দির ও ময়দানে। নিরাপত্তার জন্য কড়া নজরদারিও দেখা যায় পুলিশ-প্রশাসনের পক্ষ থেকে। নিজস্ব চিত্র

এদিন এই স্নান মন্দিরেই বিরাজ করেন প্রভু জগন্নাথ, বলরাম ও শুভদ্রা। আগামিকাল প্রভুর জ্বর আসবে। মন্দিরের দরজা বন্ধ থাকবে। নিজস্ব চিত্র