Advertisement
Advertisement
Solanki Roy

শাড়িতে মোহময়ী শোলাঙ্কি, অভিনেত্রীর স্নিগ্ধ আবেদনে মজলেন নেটিজেনরা

গোলাপি শাড়ি, মানানসই গয়না, মেকআপ হেয়ার স্টাইলে শোলাঙ্কিকে মানিয়েছে বেশ।

লাস্যময়ী রূপেই হোক বা বাঙালি লুক অভিনেত্রী শোলাঙ্কি রায় সব লুকেই অনন্যা।

তাঁর রূপের ছটায় মুগ্ধ নেটপাড়া। অনুরাগীর সংখ্যাও তাঁর কম নয়। টলিউডের পাশাপাশি সমানতালে কাজ করেছেন মুম্বইতেও।

শোলাঙ্কির বাঙালি লুক দেখলে মূর্ছা যান নেটিজেনরা। প্রকাশ্যে তা তারা স্বীকারও করেন। অভিনেত্রীর সোশাল মিডিয়া পোস্টের কমেন্ট বক্সে তার আভাস মিলেছে বারংবার।

স্নিগ্ধ রূপে ধরা দিলেন অভিনেত্রী। হালকা গোলাপি সুতির শাড়ি, মানানসই ব্লাউজ, গয়না, মেকআপ হেয়ার স্টাইলে শোলাঙ্কিকে মানিয়েছে বেশ।

শোলাঙ্কির কাজ নিয়েও যেমন দর্শকের মনে নানা কৌতূহল তেমনটাই তাঁর ব্যক্তিগত জীবন নিয়েও।

নিজের ব্যক্তিগত জীবন সবার সামনে মেলে ধরতে এক্কেবারে নারাজ শোলাঙ্কি ভালোবাসেন দর্শকের কাছে পছন্দের অভিনেত্রী হয়েই থাকতে। (ছবি: ইনস্টাগ্রাম)