Advertisement
Advertisement

Breaking News

Adrija Roy

স্বপ্নসুন্দরী অদ্রিজা, মুম্বই কাঁপানো বঙ্গললনার বোল্ড অ্যালবাম দেখুন

উত্তাল যৌবনের ছ্যাঁকা!

পর পর হিন্দি সিরিয়ালে অভিনয় করে অদ্রিজা রায় বর্তমানে হিন্দি টেলিদুনিয়ায় মারাত্মক জনপ্রিয়তা লাভ করেছেন।

সোশাল মিডিয়াতেও তাঁর অনুরাগীর সংখ্যা অগণিত। বঙ্গকন্যার বোল্ড অবতার দেখে নেটপাড়ায় রীতিমতো হইচই পড়ে গিয়েছে।

এবার সুইমিং পুলে জলকেলর ছবি দিয়ে শোরগোল ফেলে দিলেন অদ্রিজা রায়। সম্প্রতি বালি ঘুরতে গিয়েছিলেন সেখান থেকেই একগুচ্ছ ছবি শেয়ার করে নেটপাড়ায় উষ্ণতার পারদ চড়ালেন অভিনেত্রী।

আবার কখনও বা সৈকতে রোদ গায়ে মেখে লাস্যময়ী সিরিয়ালের সুন্দরী।

'বেদেনি মলুয়ার কথা' সিরিয়ালের মাধ্যমে বাংলা টেলিভিশনে নিজের সফর শুরু করেছিলেন অদ্রিজা। এর পর 'পটলকুমার গানওয়ালা', 'মৌ এর বাড়ি'র মতো সিরিয়ালে দেখা গিয়েছে তাঁকে।

সিরিয়ালের পাশাপাশি সিনেমাতেও অভিনয় করেছেন অদ্রিজা। 'পরিণীতা', 'গল্পের মায়াজাল' ছবিতে দেখা গিয়েছে তাঁকে। হিন্দি টেলিভিশন জগতে অদ্রিজা নজর কাড়েন 'দুর্গা অউর চারু' সিরিয়ালের মাধ্যমে।

হিন্দি টেলিদুনিয়ায় আপাতত চুটিয়ে অভিনয় করছেন বাংলার এই মেয়ে। সম্প্রতি জনপ্রিয় হিন্দি ধারাবাহিক 'অনুপমা'য় অভিনয় শুরু করেছেন অদ্রিজা। সেখানেও বেশ জনপ্রিয়তাও লাভ করেছেন অদ্রিজা। (ছবি- ইনস্টাগ্রাম)