তিনি যেভাবেই আসেন তাতেই ঝড় তোলেন সোশাল মিডিয়ায়। তাঁর শরীরী বিভঙ্গী বরাবর ঝড় তুলেছে নেটিজেনদের মনে।
কীভাবে সোশাল মিডিয়া মাতিয়ে রাখতে হয় এবং অনুরাগীদের মনে পাকাপাকি জায়গা তৈরি করতে হয় তা নোরা ফতেহি ভালোভাবেই জানেন।
তাই তিনি আসেন, দেখেন আর জয় করে চলে যান সকলের মন। এবারও তার ব্যতিক্রম নয়।
ট্রান্সপ্যারেন্ট ব্ল্যাক বোল্ড আউটফিট সঙ্গে মানানসই মেকআপ, হেয়ারস্টাইল আর এক্সপ্রেশনে লাইমলাইট কেড়ে নিলেন নোরা।
ক্যাপশনে নোরা লিখেছেন, 'এই রাতের একটা ভাইব ছিল'। নেটপাড়ায় জানিয়েছেন, বিশেষ সম্মান পাওয়া এবং ফ্যাশন স্টেটমেন্ট প্রশংসিত হওয়ার কথা।
সত্যিই নোরার স্টাইল স্টেটমেন্টে মুগ্ধ নেটপাড়া। তিনি যা পড়েন তাই যেন ট্রেন্ড হয়ে যায়। এথনিক পোশাক থেকে ওয়েস্টার্ন পোশাক সবেতেই নোরা অপরূপা।
বলিউডে রাতারাতি জনপ্রিয় হয়ে উঠেছিলেন তিনি। কটাক্ষের শিকারও হয়েছেন অনেক সময় তাঁর পোশাক ও আইটেম ডান্স নিয়ে। তবে সেসবে কর্ণপাত না করে নিজের কাজেই মনোনিবেশ করতে ব্যস্ত নোরা।
কাজের ক্ষেত্রে হাতের লক্ষ্মী পায়ে ঠেলতে নারাজ অভিনেত্রী। তাই নিজেকে মেলে ধরারা কোনও সুযোগই ছড়েন না তিনি।
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.