Advertisement
Advertisement
Bengal T20 league

জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে সুনিধির আগুনে পারফরম্যান্স, শুরু বেঙ্গল প্রো টি-২০ লিগ

শুরু হল বেঙ্গল প্রো টি-২০ লিগের দ্বিতীয় সংস্করণ।

শুরু হয়ে গেল বেঙ্গল প্রো টি-টোয়েন্টির দ্বিতীয় মরশুম। বুধবার থেকে ট্রফি জয়ের লক্ষ্যে নেমে পড়ল বাংলার বিভিন্ন প্রান্তের ৮টি দল।

বুধবার ইডেনে জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে সূচনা হল বেঙ্গল প্রো টি-টোয়েন্টির। নাচে-গানে মঞ্চ মাতালেন বিখ্যাত গায়িকা সুনিধি চৌহান।

বেঙ্গল প্রো টি-টোয়েন্টি লিগের উদ্বোধনে ছিলেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। এছাড়াও ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়, দমকলমন্ত্রী সুজিত বসু, দেবাশিস কুমার, স্নেহাশিস গঙ্গোপাধ্যায়-সহ অন্যান্যরা।

বেঙ্গল প্রো টি-টোয়েন্টি লিগের দ্বিতীয় সংস্করণের ম্যাসকট হিসাবে এবার বেছে নেওয়া হয়েছে বাংলা সাহিত্যের চরিত্র ‘বাঁটুল দি গ্রেট’-কে। টুর্নামেন্ট শুরুর বেশ কয়েকদিন আগেই এই ঘোষণা করা হয়েছিল।

এবার মহম্মদ শামিকে বেঙ্গল প্রো টি-টোয়েন্টি লিগের ড্রাফটিংয়ে রাখা হয়েছিল। শামিকে টিমে নেয় রাঢ় টাইগার্স। তবে শামি শেষ পর্যন্ত এই লিগে খেলবেন না।

গতবছর ঋদ্ধিমান সাহা এই লিগে খেলেছিলেন। এবার তাঁকে নতুন ভূমিকায় দেখা যাবে। টি-টোয়েন্টি লিগে ঋদ্ধিমানকে মেন্টর করেছে সার্ভোটেক শিলিগুড়ি স্ট্রাইকার্স।

বুধবার ইডেনে প্রথম ম্যাচে মুখোমুখি হতে চলেছে গতবারের দুই ফাইনালিস্ট। সোবিস্কো স্ম্যাসার্স মালদা আর মুর্শিদাবাদ কিংস।