Advertisement
Advertisement
Mimi Chakraborty

মায়াবিনী মিমি, ‘তুফানি’ ফটোশুটে ‘উরা ধুরা’ লাগালেন অনুরাগীদের মনে

ভরা বসন্তে মিমি যেন 'দুষ্টু কোকিল'!

ফিল্মফেয়ারের লাল গালিচায় লাস্যময়ী মিমি চক্রবর্তী। সদ্য মুক্তি পেয়েছে তাঁর 'ডাইনি'। সেই সিরিজে ছক্কা হাঁকিয়ে এবার ফ্যাশন স্টেটমেন্টেও বাজিমাত করলেন নায়িকা।

পরনে কালো বডিকন ড্রেস। উন্মুক্ত বক্ষবিভাজিকা। আলো-আঁধারির মায়ায় তাক লাগালেন মিমি। নতুন ফটোশুটে মিমি চক্রবর্তী যেন মায়াবিনী। চলতি বছরে ফিল্মফেয়ার বাংলায় বর্ষসেরা ট্রেন্ডসেটারের পুরস্কার পেয়েছেন তিনি।

আর এই পুরস্কার পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করলেন অনুরাগীদের প্রতি। বোল্ড ফটোশুট শেয়ার করে মিমি ভালোবাসা জানিয়েছেন তাঁর অনুরাগীদের।

এদিকে ভরা বসন্তে মিমির লুক দেখে নেটপাড়ার একাংশের মত, এ যেন 'দুষ্টু কোকিল'! কালো বডিকন ড্রেসে ক্যামেরার সামনে উষ্ণতা ছড়িয়ে দিয়েছেন টলিউড অভিনেত্রী।

'তুফান' ছবিতে বাংলাদেশি নায়ক শাকিব খানের সঙ্গে জুটি বেঁধেছিলেন মিমি। সেই থেকেই নায়িকার এই 'দুষ্টু কোকিল' খেতাব। ছবি দেখেই অনুরাগীদের মন 'উরা ধুরা।'

জলপাইগুড়ির মেয়ে মিমি। 'পড়াশোনা করতে যাচ্ছি কলকাতায়', একথা বলেই শহরে আসা। তবে নিয়তি তাঁর ছিল গ্ল্যামার দুনিয়ায়।

মডেল হিসেবে কেরিয়ার শুরু করেছিলেন মিমি চক্রবর্তী। তারপর ছোটপর্দায় শুরু হয় ‘গানের ওপারে’ অধ্যায়। ২০১২ সালে ‘বাপি বাড়ি যা’ সিনেমার মাধ্যমে বড়পর্দার যাত্রা শুরু করেন মিমি। (ছবি-ইনস্টাগ্রাম)