Advertisement
Advertisement
Mohun Bagan

পুষ্পবৃষ্টিতে স্বাগত জেমিদের, ঐতিহাসিক মোহনবাগান দিবসে প্র্যাকটিস শুরু মোলিনা বাহিনীর

নিজের জন্মদিনে নতুন ক্লাবের অনুশীলনে জেমি ম্যাকলারেন।

২৯ জুলাই মোহনবাগান দিবস। সবুজ-মেরুন ভক্তদের কাছে আবেগের দিন। আর সেদিনই নতুন মরশুমের প্রস্তুতিতে নেমে পড়ল মোহনবাগান। দলের নতুন তারকা জেমি ম্যাকলারেনকে বরণ করে নিল সবুজ-মেরুন ভক্তকুল। ছবি: অমিত মৌলিক

নতুন মরশুমে কোচের ভূমিকায় দেখা যাবে হোসে মোলিনাকে। নতুন মরশুমে প্রথম অনুশীলনের দিনে পুষ্পবৃষ্টিতে তাঁকেও বরণ করে নিয়েছে মোহনবাগান। ছবি: অমিত মৌলিক

তেকাঠির নিচে শক্তি বাড়তে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে খেলা ধীরজ সিংকে সই করিয়েছে মোহনবাগান। প্রথম প্র্যাক্টিসের দিনই দলের সঙ্গে যোগ দিলেন তরুণ তুর্কি। ছবি: অমিত মৌলিক

আসন্ন মরশুমে মোহনবাগানের আক্রমণ সামলাবেন অজি ত্রয়ী। এদিন বন্ধু জেসন কামিংসের সঙ্গে প্র্যাকটিসে নেমে পড়েন জেমি। ছবি: অমিত মৌলিক

চার বছরের চুক্তিতে মোহনবাগানে সই করেছেন বিশ্বকাপার জেমি ম্যাকলারেন। মোহনবাগানে এসে জেমির লক্ষ্য একটাই- ভারত সেরা দলের চোখধাঁধানো সাফল্য ধরে রাখা। সেই লক্ষ্যেই নিজের জন্মদিনে অনুশীলনে নেমে পড়েছেন জেমি। ছবি: অমিত মৌলিক

তিনজন সহকারীকে নিয়ে মোহনবাগানে কোচিং করাবেন মোলিনা। সহকারী কোচদের তালিকায় রয়েছেন বাস্তব রায়ও। প্রথমদিনের অনুশীলনে মোলিনার সঙ্গে হাজির ছিলেন তিনি। ছবি: অমিত মৌলিক

জন্মদিনে নতুন ক্লাবে নতুন ইনিংস। কেক কেটে জন্মদিন উদযাপন করলেন জেমি ম্যাকলারেন। ছবি: অমিত মৌলিক