টলিপাড়ার স্টাইল আইকন মনামী ঘোষকে বলাই যায়। পারফেক্ট সাজে সবসময় ক্যামেরার সামনে পোজ দেন অভিনেত্রী। পুজোর আগেই হয়ে উঠলেন নীলাম্বরী।
ঝকঝকে আকাশের নিচে পিচের রাস্তা। তার মাঝেই নীল শাড়ি পরে ক্যামেরাবন্দি অভিনেত্রী। সূতির এই শাড়ির সঙ্গে মানানসই সাদা ফুলস্লিভ ব্লাউজ।
এমন সাজের সঙ্গে গয়নার প্রাধান্য খুব একটা থাকে না। মনামীরও হাতে-গলায় গয়নার কোনও আড়ম্বর নেই। শুধু দুই কানে রয়েছে ঝুমকো।
তবে মনামীর জুটের ব্যাগটি বেশ স্টাইলিশ। তাকে কম্প্লিমেন্ট করছে চোখের সানগ্লাস ও ঠোঁটের ভাইব্রেন্ট লাল লিপস্টিক। ছবির ক্যাপশনে অভিনেত্রীর বার্তা, 'মনের উড়ান'।
চলতি বছরে মনামী অভিনয় করেছেন সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত 'পদাতিক' ছবিতে। মৃণাল সেনের জীবন অবলম্বনে তৈরি এই ছবিতে অভিনেত্রীকে দেখা গিয়েছে গীতা সেনের ভূমিকায়। ছবি: ইনস্টাগ্রাম।
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.