Advertisement
Advertisement
Mountaineer Piyali Basak

চন্দননগরের বাড়িতে ফিরলেন অক্সিজেন ছাড়া এভারেস্ট জয়ী পিয়ালি বসাক, আনন্দেও কাঁদলেন মা

লড়াকু কন্যাকে স্বাগত জানাতে এলাহি আয়োজন করা হয়।

১০

অসাধ্যসাধন করে মাসদুয়েক পর চন্দননগরের বাড়িতে ফিরলেন কৃত্রিম অক্সিজেন ছাড়া এভারেস্ট জয়ী পিয়ালি বসাক।

১০

পিয়ালিকে অভ্যর্থনা জানাতে এলাহি বন্দোবস্ত করে চন্দননগর পুরপ্রশাসন কর্তৃপক্ষ।

১০

মুন্সিপুকুর মোড় থেকে হুডখোলা গাড়িতে করে ব্যান্ডপার্টি সহযোগে বাড়ি ফেরানো হয় তাঁকে। লড়াকু কন্যাকে স্বাগত জানাতে পুষ্পবৃষ্টিও হয়।

১০

মাসদুয়েক পর নিজের সন্তান বাড়ি ফিরেছেন বলে কথা, তাই তো মেয়েকে দেখে আবেগ আর সামলে রাখতে পারেননি পিয়ালির মা। কেঁদে ফেলেন তিনি।

১০

পিয়ালিকে মিষ্টিমুখ করান তাঁর মা। দুপুরে মেয়ের প্রিয় মাছের ঝোল আর ভাতও রান্না করেন।

১০

সংবর্ধনায় আপ্লুত এভারেস্টজয়ী পিয়ালি। পর্বত আরোহণের স্মৃতি রোমন্থন করেন। বলেন, "আনন্দ পেয়েছি। তবে ঝুঁকিও ছিল।" আগামী দিনে আরও শৃঙ্গজয়ই স্বপ্ন তাঁর।

১০

স্নাতক হওয়ার পর ‘হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট’-এ নাম লেখান পিয়ালি।

১০

২০১৮ সালে বিশ্বের অষ্টম উচ্চতম পর্বতশৃঙ্গ মানাসলুতে পা রেখে ইতিহাস গড়েছিলেন স্কুলশিক্ষিকা পিয়ালি।

১০

মানাসলুর পর অক্সিজেন ছাড়া প্রথম ভারতীয় পর্বতারোহী হিসাবে ৮,১৬৭ মিটার উচ্চতাবিশিষ্ট ধৌলাগিরি জয় করেন।

১০ ১০

গত ২২ মে, অক্সিজেন ছাড়া এভারেস্ট জয় করেন। এভারেস্টে এই নিয়ে মোট দু'বার পা রাখলেন বাংলার মেয়ে।