ফ্ল্যাট দুর্নীতির অভিযোগ এখন অতীত! দিন কয়েক আগেই কটু কথা শুনতে হয়েছিল নুসরত জাহানকে।
তবে সেসবের রেশ বর্তমানে কেটে গিয়েছে। কলকাতায় 'মেন্টাল' ছবির প্রথমার্ধের শুটিং শিডিউল সেরেই যশ-নুসরত বেড়িয়ে পড়েছেন ঘুরতে।
ব্যস্তজীবনে ফাঁক পেলেই অবশ্য, ব্যাগ-পত্তর গুছিয়ে যশকে নিয়ে বেরিয়ে পড়েন। এবারও তাই। টলিপাড়ার অন্দরে কানাঘুষো...
নুসরত জাহান নাকি, যশের সঙ্গে মালদ্বীপে ঘুরতে গিয়েছেন। যদিও এপ্রসঙ্গে মুখে কুলুপ তারকাদম্পতির। আর সেসব ছবি শেয়ার করেই নেটপাড়ার উষ্ণতা বাড়ালেন নুসরত জাহান।
নুসরত জাহানকে দেখা গেল খোলামেলা পোশাকে সমুদ্র সৈকতের উষ্ণতা বাড়াতে। সাংসদ-নায়িকার এই হট অবতার দেখেই মূর্চ্ছা যাওয়ার জোগাড় পুরুষভক্তরা।
সম্প্রতি, ছেলে ঈশানের দু’বছরের জন্মদিনের ছবি শেয়ার করেন নুসরত জাহান।
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.