'নিম ফুলের মধু' সিরিয়ালে দত্ত বাড়ির বউদের নাইটি পরা নিয়ে তুমুল কাণ্ড হয়েছিল। সেই বউরাই মিনি স্কার্ট, অফ শোল্ডার পরে চুটিয়ে পার্টি করল।
পর্ণা, মৌমিতা, কৃষ্ণার খোলস ছেড়ে দেদার হই-হুল্লোড় করলেন পল্লবী, মানসী, অর্জিতারা।
কী কারণে এই উল্লাস? পর্ণার জা মৌমিতা অর্থাৎ মানসী সেনগুপ্তর জন্মদিন। তাতেই পার্টির আয়োজন হয়েছিল।
পার্টিতে 'বার্থ ডে গার্ল' মানসীর পরনে ছিল রেড অফ শোল্ডার গাউন। বাকিরা ছিলেন ব্ল্যাক ড্রেসে।
শুধু 'নিম ফুলের মধু' নয়, সিরিয়াল জগতের অন্যান্য তারকারাও এসেছিলেন মানসীর জন্মদিনের সেলিব্রেশনে।
ডেনিমের উপর ব্ল্যাক শার্টে দেখা যায় স্বস্তিকা দত্তকে।
এদিকে আবার অভিনেত্রী ইধিকা পাল এসেছিলেন ফুল নিয়ে।
নাচে-গানে-আড্ডায় জমে উঠেছিল পার্টি। খাওয়া-দাওয়ার আয়োজনও ছিল ভরপুর।
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.