একে চৈত্র মাস, তায় আবার স্বল্পবসনা সঙ্গীতশিল্পী নেহা ভাসিন। এতেই তুলকালাম সোশাল মিডিয়ায়। ব্লাউজ টপ পরেছেন গায়িকা। নিম্নাঙ্গ প্রায় অনাবৃত।
ছোটবেলা থেকেই পপস্টার হওয়ার স্বপ্ন নেহা ভাসিনের চোখে। এর জন্য একদিকে যেমন উস্তাদ গুলাম মুস্তাফা খানের কাছে সঙ্গীতের তালিম নিচ্ছিলেন, অন্যদিকে শ্যামক দাবরের কাছে শিখছিলেন নাচ।
চ্যানেল ভি-র 'কোক ভি পপস্টারস' শোয়ের মাধ্যমে রাতারাতি খ্যাতি পেয়ে যান নেহা। দেশের প্রথম মহিলাদের পপ ব্যান্ড 'ভিভা'র অঙ্গ ছিলেন তিনি।
ব্যান্ড ভাঙার পর সিনেমায় প্লে-ব্যাক শুরু করেন নেহা। 'মেরে ব্রাদার কি দুলহন', 'ফ্যাশন', 'গুন্ডে', 'সুলতান', 'টাইগার জিন্দা হ্যায়', 'বড়ে মিঞা ছোটে মিঞা'র মতো ছবি রয়েছে তাঁর ঝুলিতে।
হিন্দির পাশাপাশি তামিল, তেলুগু ও পাঞ্জাবি সিনেমাতেও গান গেয়েছেন নেহা। এর পাশাপাশি চুটিয়ে করছেন লাইভ শো।
২০১৬ সালে সঙ্গীত পরিচালক সমীর উদ্দিনকে বিয়ে করেন নেহা। শরীর নিয়ে কোনও ছুঁৎমার্গ নেই গায়িকার। ক্যামেরার সামনে বোল্ড মেজাজে থাকতেই ভালোবাসেন তিনি। ছবি: ইনস্টাগ্রাম।
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.