Advertisement
Advertisement
Nikki Tamboli

চাবুক শরীরে লালসার উসকানি, আগুনে রূপ ‘বিগ বস’ খ্যাত এই সুন্দরীর

মেদহীন শরীরে আত্মবিশ্বাসী তারকা।

একেই বোধহয় বলে চাবুক শরীরের 'কালা জাদু'। যাতে অনুরাগীদের মন্ত্রমুগ্ধ করলেন 'বিগ বস' খ্যাত সুন্দরী নিক্কি তাম্বোলি।

তাঁর কোনও স্পটলাইটের প্রয়োজন নেই। এই আগুনে রূপের আত্মবিশ্বাসই যথেষ্ট। এমনই মনে করেন নিক্কি। তাই তো ক্যামেরার সামনে কোনও লুকোছাপা নেই তারকার।

মারাঠি পরিবারে নিক্কির জন্ম। মডেল হিসেবে কেরিয়ার শুরু করেন তিনি। সিনেমা জগতে নিক্কির সফর শুরু তেলুগু সিনেমার মাধ্যমে।

‘বিগ বস ১৪’র প্রতিযোগী ছিলেন ছিলেন নিক্কি। তৃতীয় স্থানে শেষ হয় তাঁর দৌড়। চ্যাম্পিয়ন রুবিনা দিলাইক আর রানার্স আপ রাহুল বৈদ্যর ঠিক পরে।

রোহিত শেট্টি সঞ্চালিত ‘ফিয়ার ফ্যাক্টর’ শোয়েও ছিলেন নিক্কি। নওয়াজউদ্দিন সিদ্দিকির ‘জোগিরা সারা রা রা’ ছবিতে নেচেছিলেন আইটেম গানে।

এখন শরীরী আমেজে নেটিজেনদের মাতিয়ে রাখেন নিক্কি। প্রশংসার পাশাপাশি নিন্দাও জোটে অভিনেত্রীর। তাতে অবশ্য নিক্কি তেমন মাথা ঘামান না, তিনি থাকেন নিজের মেজাজে। ছবি ইনস্টাগ্রাম।